নাটোরে সেনাবাহিনীর চিকিৎসা কার্যক্রম শুরু

0
169
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : নাটোরে সাধারণ মানুষের জ্বর,সর্দি-কাশিসহ নানা রোগের চিকিৎসা সেবা শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সে সাথে রোগীর শরীরে করোনাভাইরাস সংক্রমণ রয়েছে কিনা প্রাথমিকভাবে সেটিও যাচাই করছে সেনাবাহিনীর প্রশিক্ষিত মেডিকেল টিম। প্রত্যন্ত অঞ্চলের মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল আরিফ।
সূত্র জানায়, নানা রোগের উপসর্গ নিয়ে শনিবার সকাল থেকেই বাসুদেবপুর নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে স্থাপিত সেনাবাহিনীর অস্থায়ী মেডিকেল ক্যাম্পে আসেন নানা বয়সী মানুষ। সামাজিক দূরত্ব নিশ্চিত করে মেডিকেল টিমের সদস্যরা থার্মাল স্ক্যানারের মাধ্যমে প্রথমে তাপমাত্রা নির্নয় করছেন। এরপর চিকিৎসা। সেনাবাহিনীর চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ পেয়ে খুশি সাধারণ মানুষ।
বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ২১ ফিল্ড অ্যাম্বুলেন্সের একটি প্রতিনিধি দল এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করছেন। এসময় আগত রোগীদের চিকিৎসা প্রদান করেন বগুড়া ক্যান্টমেন্টের চিকিৎসা সেবা প্রধান লেফটেনেন্ট কর্নেল ডা. তাহমিনা আক্তার ও সহকারী ডা. ক্যাপ্টেন মাহমুদ। সকালে সেনাবাহিনীর অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন নাটোরের জেলা প্রশাসক মো. শাহ রিয়াজ ও উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি।
জেলা প্রশাসক মো. শাহ রিয়াজ বলেন,’দুর্যোগকালীন সময়ে সেনাবাহিনীর এ ধরনের চিকিৎসা সেবা প্রশংসনীয়। আগামী দিনে তারা সবগুলো উপজেলায় এই কার্যক্রম চালিয়ে যাবে বলে আশা করছি।’
১৭ প্যারা পদাধিক ব্যাটালিয়ানের অধিনায়ক ও নাটোর জেলার দায়িত্বপ্রাপ্ত কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল আরিফ বলেন, ’দূর্যোগকালীন সময়ে অনেক মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই ধরনের মেডিকেল ক্যাম্প করার পরিকল্পনা নিয়েছে সেনাবাহিনী। রোগীদের কোভিড-১৯ উপসর্গ রয়েছে কিনা তাও নিশ্চিত করা হচ্ছে।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here