নিবন্ধনের চুড়ান্ত সিদ্ধান্তে বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি

0
77
728×90 Banner

নাসির উদ্দীন বুলবুল: নিবন্ধনের চুড়ান্ত সিদ্ধান্তে ডা.নাজিম উদ্দিন আহমদের বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি।নাজিম উদ্দিন আহমেদ ২০১২ সালে বাংলাদেশ তৃনমূল জনতা পাটি তৈরি করেন এবং তৃণমূল জনতা পার্টির সভাপতির দায়িত্ব পালন করেন। আজ শনিবার টঙ্গীস্থ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ প্রতিবেদককে ডা. নাজিম উদ্দিন আহমেদ বলেন,বাংলাদেশ তৃনমূল জনতা পাটি তৈরির পর ‘ ২০১৩,২০১৮ ও ২০২২ সালে নিবন্ধন পেতে আবেদন করেছিলাম। বিশেষ কারণে নিবন্ধন ওই সময় পাইনি। এবার নিবন্ধনের চুড়ান্ত সিদ্ধান্তে বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি।


ডা. নাজিম উদ্দিন আহমেদ১৯৬১ সালে কলেজ জীবনে মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। ১৯৬৫ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্র সংসদের সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। ১৯৬৭ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে রাজনীতি করেছেন। পরবর্তীতে এরশাদের ১৮ দফা বাস্তবায়ন পরিষদের গাজীপুর জেলার সভাপতি ছিলেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। এরপর এলডিপির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। নাজিম্ উদ্দিন আহমেদ এলডিপি থেকে এমপি নির্বাচন করেছেন।১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ঘোষণার দিন মহা সমাবেশে যোগদান করেন এবং কর্মস্থান ত্যাগ করে মুক্তিযুদ্ধ সংগ্রামে অংশ গ্রহণ করেন। ২৫ মার্চ হতে ২২ এপ্রিল ১৯৭১ সাল পর্যন্ত ময়মনসিংহ শহরে মুক্তিযোদ্ধা ও জনতার সাথে বিহারীদেরকে প্রতিহত ও ইপিআর ক্যাম্প আক্রমন এবং পুলিশ লাইনের অস্ত্রভান্ডার আয়ত্বে অংশগ্রহণ করেন। ডাঃ নাজিম বিভিন্ন এলাকা দিয়ে কুমিল্লার কসবা বর্ডার দিয়ে ২ মে আগরতলা পৌছেন। আমেরিকা থেকে আগত ডাঃ হাসান ও ছাত্রনেতা আব্দুল কুদ্দুস মাখনের সহযোগিতায় ৪ মে ২নং সেক্টর হেড কোয়ার্টার মতিনগর তৎকালীন সেক্টর কমান্ডার মেজর খালেদ মোশারফের কছে মুক্তিবাহিনীতে যোগদান করেন।গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এর আগে এবি পার্টি, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানাযায়, এ পর্যন্ত ৫৫টি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তীতে শর্ত পূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের (জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা) নিবন্ধন বাতিল করা হয়। এতে দেশে এখন পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়ালো ৫০-এ। নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়।
নিবন্ধন পেতে ৬৫ রাজনৈতিক দল নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে। এছাড়া ৪৬টি দল আবেদন করতে আরও সময় চেয়েছে।গত ২০ এপ্রিল২০২৫ নিবন্ধন আবেদনের সময় শেষে এমন তথ্য জানিয়েছেন ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. মুনীর হোসেন।
নিবন্ধন পেতে যে দলগুলো আবেদন করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো- নতুন বাংলা, সম্মিলিত ইসলামী ঐক্যজোট, আম জনতার দল, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, লেবার পার্টি বাংলাদেশ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ গ্রিন ইনভারমেন্ট পার্টি, আমার দেশ আমার অধিকার পার্টি (এনডিএপি), বাংলাদেশ গণ মুক্তি পার্টি, বাংলাদেশ একুশে পার্টি, গণ অধিকার পার্টি (পিআরপি), বাংলাদেশ ছাত্র-জনতা পার্টি, বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (বিএসডিপি), বাংলাদেশ জাগ্রত জনতা পার্টি, গণতান্ত্রিক নাগরিক শক্তি (ডিসিপি), বাংলাদেশ সমতা পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ আ-আমজনতা পার্টি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এছাড়া যে সকল দল সময় বাড়ানোর আবেদন করেছে, সেগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ রক্ষণশীল দল (বিসিপি), জনতা কংগ্রেস পার্টি, বাংলাদেশ প্রবাসী কল্যাণময় পার্টি, বাংলাদেশ জাস্টিস পার্টি (বাজাপা), বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি, বাংলাদেশ মুক্তি ঐক্যদল, বাংলাদেশ জনশক্তি পার্টি, বাংলাদেশ জাতীয় ভূমিহীন পার্টি (বিএমএলপি), বাংলাদেশ রিপাবলিক পার্টি ও বাংলাদেশ জনজোট পার্টি (বাজপা)।
এদিকে নিবন্ধন আবেদন করার সময় ইতিমধ্যে বাড়িয়ে ২২ জুন করেছে ইসি। এক্ষেত্রে আরও দুই মাস সময় পেল আগ্রহীরা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here