নিয়ম-কানুন না মানলে ব্যবসায়ীদের বিরুদ্বে কঠোর ব্যবস্থা —-মেয়র আতিকুল

0
219
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : পবিত্র রমজান মাসে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো বাজারে কোনো ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে তা সিটি কর্পোরেশনকে জানানোর আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এরজন্য ক্রেতা সাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
ডিএনসিসি’র মেয়র হুশিয়ারী দিয়ে বলেন, রমজান মাসে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা যা করনীয় তাই করা হবে। যে সকল ব্যবসায়ী ও দোকানদার নিয়ম কানুন মানবে না তাদের বিরুদ্বে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
আজ সোমবার দুপুরে রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের কাঁচাবাজারে আকস্কিক পরিদর্শনকালে তিনি সাংবাদিকদেরকে এসব কথা বলেন। এসময় মেয়রের নেতৃত্বে ডিএনসিসির একটি বাজার পরিদর্শক দল সাথে ছিলেন।
উত্তরার বাজার পরিদর্শন শেষে মেয়র আতিকুল ইসলাম বলেন, কয়েকটি দোকানে কাঁচামরিচের দাম ৬০ টাকা, কোথাও ৮০ টাকা। কিন্তু আমাদের বাজার মূল্যের সিদ্ধান্ত অনুযায়ী আজ কাঁচামরিচ ৪২ টাকায় বিক্রি হবে।
মেয়র আরও বলেন, আমরা থাকলে এক ধরনের দাম, না থাকলে আরেক ধরনের দাম। কিন্তু নিয়ম হচ্ছে আমরা যে মূল্য নির্ধারণ করে দিয়েছি তার বাইরে কেউ পণ্যের দাম বৃদ্ধি করতে পারবে না। যারা নিয়ম মানছেন না তাদের আমরা জরিমানা করছি।
কর্তৃপক্ষের অনুরোধের পরও ব্যবসায়ীরা পণ্যের দাম বেশি নিচ্ছেন এমন সত্যতা সরেজমিনে পেয়েছেন বলে স্বীকার করেন ডিএনসিসি মেয়র।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র আতিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে তিনটি দোকান সিলগালা করা হয়েছে এবং কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, একটি দোকানে লেবেল ছাড়া ঘি বিক্রির জন্য ৫০ হাজার টাকা, আরেকটিতে লেবেল ছাড়া খেজুর বিক্রির অপরাধে ২৫ হাজার টাকা এবং কাঁচামরিচের দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রায়ই আমরা এভাবে ঝটিকা অভিযান চালাচিছ। এ সময় মাছ ও মাংসের দোকানগুলো পেরিয়ে মুদি দোকানের দিকে যেতেই বন্ধ করে পালিয়ে যায় বেশ কয়েকজন দোকানি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here