নৌ নিরাপত্তা সপ্তাহ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত

0
299
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ঢাকাস্থ সিরডাপ মিলনায়তনে আজ ৩রা এপ্রিল বুধবার, সকালে নৌ নিরাপত্তা সপ্তাহ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় নূর-ই-আলম চৌধুরী, এমপি, চীফ হুইপ, প্রধান অতিথি এবং খালিদ মাহমুদ চৌধুরী,এমপি, প্রতিমন্ত্রী নৌ পরিবহন মন্ত্রণালয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোঃ রিয়াজ হাসান খন্দকার। আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন কমান্ডার মাহবুব-উল-ইসলাম, চেয়ারম্যান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, শেখ মুহাম্মদ মারুফ হাসান, ডিআইজি, নৌ পুলিশ, অধ্যাপক মীর তারেক আলী, নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, আলোচনা সভায় স্বাগত ভাষণ দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নৌপথ ও নৌযান বিশেষ চালিকা শক্তি হিসেবে কাজ করে থাকে। এজন্য অভ্যন্তরীণ নৌপথে যাত্রী ও মালামালের নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে বিবেচ্য। বর্তমান সরকারের গতিশীল ও যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে “উন্নয়নের রোল মডেল” এ পরিণত হয়েছে। নৌ শিল্পের বিকাশ তথা নৌপথের উন্নয়নে বর্তমান সরকার বাজেটে প্রচুর অর্থ বরাদ্দ দিয়েছে এবং নিরাপদ নৌ যান নির্মাণ ও নৌযানে আধুনিক যন্ত্রপাতি সংযোজন করে নৌপথের যাত্রীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।
এছাড়াও নৌ সেক্টরের মালিক প্রতিনিধিগণের মধ্যে সহ-সভাপতি, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন, সভাপতি, বাংলাদেশ পেট্রোলিয়াম ট্যাংকার ওনার্স এসোসিয়েশন, ভাষণ প্রদান করেন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here