
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলে মশক নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। পৌরসভা চত্বরে নড়াইল পৌরসভার আয়োজনে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। উদ্বোধনী অনুষ্ঠানে নড়াইল পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাস, নড়াইল জজ কোর্টের পিপি এ্যাডভোকেট এমদাদুল হক, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র মোঃ রেজাউল বিশ্বাস সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারিসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষ জানান, ডেঙ্গুর প্রভাব থেকে রক্ষায় মশক নিধনে ৩টি মেশিনের মাধ্যমে নড়াইল পৌর এলাকায় এ কার্যক্রম চালানো হবে।






