নড়াইলে আবাদকৃত সবজি ও মৎস্য চাষ দেখতে চায়না পর্যটকদের ভিড়

0
230
728×90 Banner

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: আবাদকৃত সবজি ও মৎস্য চাষ দেখতে চিনা পর্যটকদের ভিড় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এর আমন্ত্রণে তাঁর নিজ হাতে আবাদকৃত সবজি চাষ ও মৎস্য একুরিয়াম দেখতে আসেন বিখ্যাত চায়না রেলওয়ে গ্রæপ লিমিটেড এর ম্যানেজার মি. ফান ও তার পি.এস। নড়াইল পুলিশ লাইনে অনাবাদি জমিতে চাষকৃত সবজি চাষ, ধান ও মৎস্য চাষ দেখে তারা সন্তোষ প্রকাশ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুনাকের সভানেত্রী ও পুলিশ সুপারের সহধর্মিনী নাহিদা আক্তার চৌধুরী সুমি ও পুলিশ সুপারের পুত্র ও কন্য এবং নড়াইল পুলিশ লাইনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) নিজে সাথে থেকে চায়না থেকে আগত এই দুই পর্যটককে ঘুরে ঘুরে সবকিছু দেখান। এসময় সেখানকার আবাদকৃত সবজি থেকে তাদের খাবার জন্য কিছু সবজি দিলে তারা আরও খুশি হয়। এ সময় মি. ফান উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে ইংরেজিতে সাক্ষাৎকার দেন। তিনি বলেন, একজন পুলিশের এ ধরনের প্রকৃতিপ্রেম সত্যিই অকল্পনীয়। প্রশাসনিক গন্ডির সীমানা পেরিয়ে কৃষিপ্রধান বাংলাদেশকে আরও সামনের দিকে অগ্রসর করতে তার এ ভ‚মিকা সত্যিই প্রশংসার দাবিদার। তিনি নড়াইলের পুলিশ সুপারের আরো উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরবর্তীতে তারা সকলেই প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here