নড়াইলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

0
240
728×90 Banner

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর থানাধীন চারিখাদার ঐতিহ্যবাহী ও স্বনামধন্য মাধ্যমিক বালিকা আন্তঃক্রীড়া ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্পন্ন হয়েছে। গতকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) সহধর্মিনী ও নড়াইল পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), সভানেত্রী, শিক্ষাবিদ নাহিদা আক্তার চৌধুরী (সুমি),। প্রধান অতিথি নাহিদা আক্তার চৌধুরী (সুমি), তাঁর বক্তব্যে বলেন, প্রত্যেক শিক্ষার্থীর উচিৎ নিজেকে খেলাধুলায় সম্পৃক্ত করা। কারণ নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। এতে করে শিক্ষার্থীদের মধ্যে অপরাধপ্রবণতা হ্রাস পাবে। সেই সাথে শিক্ষার্থীদের মাদক, জঙ্গি ও সন্ত্রাসের মতো সামাজিক ব্যধি থেকে দূরে থাকার জন্য উদাত্ত আহŸানও জানান, তিনি আরো বলেন, খেলাধুলা শিক্ষার্থীর প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। গুণগত শিক্ষার জন্য সম্মিলিতভাবে পথ খুঁজে বের করা বা পদক্ষেপ নেওয়ার এখনই সময়। এতে শিক্ষক অভিভাবক ও স্কুল পরিচালনা কমিটির যৌথ উদ্যোগ প্রয়োজন। আমাদের এখন থেকে ভাবতে হবে আগামি দিন গুলোর জন্য। তবেই আমাদের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেশে ও জাতির আগামী দিনের নেতৃত্বের জন্য গড়ে তুলতে পারব।

নড়াইল আব্দুল হাই ডিগ্রী কলেজের পক্ষ থেকে নব নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা
নড়াইলে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। নড়াইল আব্দুল হাই ডিগ্রী কলেজের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। আব্দুল হাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মলি­কের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু। এসময় আরও বক্তব্য রাখেন মলায় কান্তি নন্দী, মাহাবুবুর রহমান মিঠু ।

তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
নড়াইলের সদর উপজেলাধীন তুলারামপুর ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী ও স্বনামধন্য তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের আন্তঃক্রীড়া ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মোঃ জাহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোঃ সোহরাব হোসেন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার), নড়াইলের আশার আলো মহাবিদ্যালয়ের সভাপতি এ্যাড. মোঃ গোলাম নবী, নড়াইল জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, নড়াইলের তুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অঙ্গদ কুমার বিশ্বাস, প্রকৌশলী ও বিশিষ্ট শিল্পপতি মোঃ কালাম হোসেন, ৬নং তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদ, নড়াইল সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হক এ সময় উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, সহকারি পুলিশ সুপার (সদর) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রিপন বিশ্বাস, নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস হোসেন (পিপিএম), নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমান, ডিআইও-১ এস এম ইকবাল হোসেনসহ, পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও কর্মচারীগণ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here