নড়াইলে মাশরাফি কন্যা হুমায়রা মর্তুজা প্রথম রোজা!!

0
204
728×90 Banner

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলের জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মেয়ে হুমায়রা মর্তুজা আট বছর বয়সেই রোজা রাখতে শুরু করেছে। এতে জীবনের প্রথমবারের মতো রোজা রাখার স্বাদ পেল মাশরাফি কন্যা হুমায়রা। এ কথা জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজার স্ত্রী সুমনা হক সুমি নিজেই।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন মাশরাফির স্ত্রী। ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে সুমির পোস্ট করা ছবিতে দেখা যায়, ইফতারি সামনে নিয়ে বসে আছে ছোট্ট হুমায়রা।, ‘হুমায়রার জীবনে আজ প্রথম রোজা রেখে ইফতার করা। আলহামদুলিল্লাহ।’
নড়াইলের চিত্রাপাড়ের মেয়ে সুমনা হক সুমিকে ২০০৬ সালের ৭ সেপ্টেম্বরে বিয়ে করেন মাশরাফি বিন মর্তুজা। ২০১১ সালের ১৮ মার্চ মাশরাফি ও সুমনা দম্পতির ঘর আলো করে জন্ম নেয় হুমায়রা মর্তুজা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here