
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলে চোরাই মোটরসাইকেলসহ মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ঘাঘা গ্রামের কালু শেখের পুত্র আশরাফুল ও কুমড়ি গ্রামের রতন সরদারের ছেলে মিলন সরদার। শনিবার (০২ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার রাজাপুর গ্রাম থেকে তাদের করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ সদস্যরা। জানা গেছে, মোটরসাইকেল চোর চক্রের অন্যতম দুই সদস্য কালু ও আশরাফুল দুইটি চোরাই মোটরসাইকেল নিয়ে রাজাপুর গ্রামে অবস্থান করছে মর্মে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এর নিকট একটি গোপন সংবাদ আসে। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখার জন্য তিনি নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে নির্দেশ দেন। ওসির নির্দেশে লোহাগড়া থানার এসআই মিলটন কুমার দেবদাস ও মোঃ আতিকুজ্জামান ওই এলাকায় গিয়ে দুইটি চোরাই মোটরসাইকেলসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে। এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) জানান, এই চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
