নড়াইলের পুলিশ সুপারের সকল কাজের ভূয়সী প্রশংসা করলেন: পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

0
192
728×90 Banner

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) মোঃ হাবিবুর রহমান, বিপিএম। বেলা ১১টার দিকে তিনি নড়াইল এসে পৌঁছান। পৌঁছানোর পর তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সালামি প্রদান করেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি আশিকুর রহমান, নড়াইল জেলা বিশেষ শাখার ডিআইও-১ সহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) মোঃ হাবিবুর রহমান, বিপিএম নড়াইল পরিদর্শনে এসে নড়াইল পুলিশ অফিস এবং নড়াইল সদর সার্কেল অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নড়াইল জেলা পুলিশের সামগ্রিক কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও নড়াইলের পুলিশ সুপারের কর্মকান্ড সারাদেশব্যাপি ইতিবাচক সাড়া ফেলেছে বলেও তিনি মন্তব্য করেন। নড়াইলের আইনশৃঙ্খলার উন্নতি, সিসি ক্যামেরা স্থাপন, পুলিশ সুপারের শাক-সবজি ও মৎস্য অ্যাকুরিয়াম, দ্বন্দ নিরসনসহ কল্যাণমূলক সকল কাজে তিনি মুগ্ধ হন। তিনি বলেন, নড়াইলবাসী সত্যিই গর্বিত জসিম উদ্দিনের মতো একজন পুলিশ সুপার পেয়ে। নড়াইলের পুলিশ সুপারের সকল কাজের ভ‚য়সী প্রশংসাও তিনি করেন। এছাড়াও জনগণের সেবার মান আরও উন্নত করার জন্য পুলিশকে আরও সচেষ্ট হতে হবে। এক্ষেত্রে কোনো গাফিলতি গ্রহণযোগ্য নয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here