পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জাতীয় সাংবাদিক সোসাইটির শুভেচ্ছা

0
357
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,জাতীয় সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান লায়ন এডভোকেট এম.এ মজিদ ও মহাসচিব নাসির উদ্দীন বুলবুল। নেতৃবৃন্দ সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক জানান। যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ-উল-ফিতর। আর ঈদ-উল-ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। সকল সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নেয়। তাই ঈদ-উল-ফিতরের শিক্ষা নিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। পবিত্র ঈদের দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here