পাঁচবিবিতে আসামী ধরতে গিয়ে নদীতে ডুবে র‌্যাব সদস্যের মৃত্যু

0
174
728×90 Banner

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে আসামী ধরতে গিয়ে উপজেলার বড়মানিক এলাকার ছোট যমুনা নদীতে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে কর্পোরাল শাহেদুজ্জামান (৩৪) নামে র‌্যাব -৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যের মৃত্যু হয়। গতকাল শনিবার সন্ধ্যার দিকে উপজেলার বড়মানিক ব্রিজের উত্তর পাশে ছোট যমুনা নদীতে এ ঘটনা ঘটে। নিহত র‌্যাব সদস্য দিনাজপুর জেলার বোঁচাগঞ্জ উপজেলার টেনা গ্রামের রিয়াজ ইসলামের ছেলে।
জয়পুরহাট র‌্যাব -৫ এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার দিন বিকেলে পাঁচবিবির বড় মানিক এলাকায় ছোট যমুনা নদীর পাশে মাদকসেবীদের ধরতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে পরিচালনা করেন কর্পোরাল শাহেদুজ্জামানসহ কয়েকজন র‌্যাব সদস্য। এ সময় র‌্যাব সদস্যদের দেখে মাদকসেবীরা পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করলে মাদকসেবীরা নদীতে ঝাঁপ দেয়। শাহেদও তাদের ধরতে ঝাঁপ দেয়। মাদকসেবীরা সাঁতার কেটে নদী পার হয়ে গেলেও র‌্যাব সদস্য পানিতে ডুবে যায়, আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here