
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ আজ বৃহস্প্রতিবার দুপুর ১২টায় জয়পুরহাটের পাঁচবিবিতে কুষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষি অফিসের সম্প্রসারন অধিদপ্তর পাঁচবিবি উপজেলার আয়োজনে উপজেলার কয়া সীমান্তে কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসল্লা বীজ উৎপাদন সংরক্ষরণ ও বিতরণ প্রকল্পের ( ৩য় পর্যায়ে) এম এম ই- সড়িষা ফলনের মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আশরাফুল আলম। এতে প্রধান অতিথি জয়পুরহাট জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা কৃষি অফিসের বীজ সংরক্ষকর্মকর্তা কৃষিবিদ শফিকুল ইসলাম, উপজেলা উদ্ভিত সংরক্ষণ অফিসার মোঃ সাইফুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার জাহিদুল ইসলাম, ও শেফালী খাতুন প্রমূখ।
