
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধি: আজ জয়পুরহাটের পাঁচবিবিতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি অভিযান পরিচালনা করে ২৭২পিচ ইয়াবাসহ মাদককারবারী ও অপহরণ মামলার আসামীসহ ২জন কে আটক করেছে।
জয়পুরহাট র্যাব-৫ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা জানান গতকাল রবিবার রাতে জেলার সদর থানাধীন জলাটুল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ মামলার এজাহার নামীয় আসামী আব্দুল আজিজের ছেলে ইমরান (৪০) কে আটক করেন। একই সময় জেলার পাঁচবিবি উপজেলার বালিঘাটা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে-২৭২পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আসামী উপজেলার ত্রিপুরা গ্রামের নুরুজ্জামানের ছেলে ওমর আলী (২০) কে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত মাদক ব্যবসায়ী আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি স্থানীয়ভাবে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট বিক্রয় করে আসছিল বলে র্যাবের নিকট স্বীকার করে।






