পাবনায় আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস বিজয়ী

0
160
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: জাতীয় সংসদের পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস বেসরকারিভাবে জয়ী হয়েছেন। শনিবার রাতে ভোট গণনা শেষে পাবনা জেলা রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ এই ফল ঘোষণা করেন।
রিটার্নি অফিসার জানান, নূরুজ্জামান বিশ্বাস ভোট পেয়েছেন দুই লাখ ৩৯ হাজার ৯২৪টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন পাঁচ হাজার ৫৭৬ ভোট। এ ছাড়াও লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী রেজাউল করিম খোকন তিন হাজার ৭৪ ভোট পেয়েছেন।
মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস জয়ী হওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ঈশ্বরদী ও আটঘরিয়াবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও এই উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর প্রচারণার সমন্বয়ক এস এম কামাল হোসেন নৌকার প্রার্থী জয়ী হওয়ায় ঈশ্বরদী ও আটঘরিয়ার জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের এই এলাকায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
ঈশ্বরদীর ৮৪টি এবং আটঘরিয়ার ৪৫টি কেন্দ্রে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ করা হয়। দুই উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৮১ হাজার ১১২ জন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here