পাবনায় যুব মহিলা লীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

0
174
728×90 Banner

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: পাবনায় স্বল্পপরিসরে বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের ১৮তমপ্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় পাবনা জেলা আওয়ামী যুব মহিলা লীগের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি। এর আগে সকাল ৮টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন দলের নেত্রীবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. আরেফা খানম শেফালী, সহ সভাপতি আইরিণ কিবরিয়া কেকা, সাধারণ সম্পাদক কোহিনুর ফেরদৌস কণা, যুগ্ম সম্পাদক রোকসানা পারভীন কনক, অর্থ সম্পাদক আজমেরী হাসনাত আশা, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. সানজিদা আকতার দীপা, সাধারণ সম্পাদক রোমানা আকতার মিতু, পৌর যুব মহিলা লীগের সভাপতি সাদিয়া আফরিন কথা, সাধারণ সম্পাদক শিউলি আকতার, শাম্মী আকতার, রাবেয়া সুলতানা সুমীসহ আরো অনেকে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here