

মোঃরফিকুল ইসলাম মিঠু: বাসায় হানা দেয় বেরশিক পুলিশ পা ভেঙে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেতা আনোয়ার হোসেন (৪৭)। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায় রাজধানীর দক্ষিণখানে বিএনপি নেতার বাসায় পুলিশ হানা দেওয়ার পর পালাতে গিয়ে পা ভেঙে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির এক নেতা। তিনি উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বলে পরিবার দাবি করেন।
অবস্থা গুরুতর দেখে আজ সোমবার (৬ মার্চ) আহত আনোয়ারকে উত্তরা কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতাল থেকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করাহয়।
রোববার (৫ ই মার্চ) রাত দেড়টার দিকে দক্ষিণখানের মধ্য আজমপুরের নিজ বাসায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালে নিয়ে যায়।
বিএনপি নেতার ছেলে আফসার উদ্দিন সরকার আপন বলেন, ‘রাজনৈতিক কারণে বাসায় পুলিশ এসেছিল। তখন আব্বু ছাদ দিয়ে নামতে গিয়ে। ছাদ থেকে পড়ে পায়ের গোড়ালির হাড় ভেঙে ফেলেন। বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’
, ‘তাকে পুলিশ ২০২২ সালের পেন্ডিং একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে নিয়ে যায় বলে আত্মীয়-স্বজন দাবী করেন । প্রথমে তাকে চিকিৎসার জন্য উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।’
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘দক্ষিণখান থেকে একজনক বিএনপি নেতাকে গ্রেপ্তারকালে সে পালাতে গিয়ে পড়ে যায়। এতে তার পা মচকে যায়। বিষয়টি আদালতকে অবগত করা হয়েছে। বর্তমানে ওই বিএনপি নেতা পুলিশি পাহারায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।






