পাসওয়ার্ড বাংলাদেশের ছবি: মালেক আফসারী

0
224
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: ‘কারো কারো জ¦লার অনেক কারণ আছে। মায়ের কসম লাগে। ঈদের পর যা বলার তাই বইলো। গালি দিও। এখন আমাকে চাপাবাজী করতে দাও। পাসওয়ার্ড আমার সন্তান। মা যদি সন্তানের জন্য চিৎকার না করে কে করবে? দোয়া না করেন অভিশাপ দিয়েন না। আমি আবার বলছি ভারতের একটি ছবির সাথে পাসওয়ার্ড এর মিল খুঁজে দিতে পারলে আমি সিনেমা ছেড়ে দিবো। পাসওয়ার্ড বাংলাদেশের ছবি। আমার ছবি দেখতেই হবে।’ কথাগুলো বলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নির্মাতা মালেক আফসারী।
আসছে ঈদকে সামনে রেখে ‘পাসওয়ার্ড’ নামের একটি সিনেমা নির্মাণ করেছেন তিনি। সিনেমাটিতে জুটি বেঁধেছেন ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান হিরো শাকিব খান ও বুবলি। আরও আছেন চিত্রনায়ক ইমন।
পাসওয়ার্ড নিয়ে মালেক আফসারী বলেন, ‘সিনেমার পর্দায় বাংলাদেশে আমার কোনো আমার কোনো অপজিশন নাই। শাকিব খান আমি আর একটি নতুন গল্প ‘পাসওয়ার্ড’ ঈদে আসছে। আর কি চাই ? সারা ভারতের সব ভাষার সিনেমা ইন্ডাস্ট্রি থেকে আমার পাসওয়ার্ড এর মতো একটি ছবি কেউ বের করে দিতে পারলে আমি সিনেমা ছেড়ে দিবো। কসম সিনেমার। ১০ রোজার আগে শাকিব খান এর নিজস্ব চ্যানেল থেকে প্রচার শুরু হবে।’
‘পাসওয়ার্ড’ নির্মিত হচ্ছে এসকে ফিল্মসের (শাকিব খান ফিল্মস) ব্যানারে। ‘হিরো দ্য সুপারস্টার’ ছবির অভ‚তপূর্ব সাফল্যের পর ‘পাসওয়ার্ড’ ছবির মাধ্যমে আবারও অর্থ লগ্নি করছেন শাকিব খান। ছবির সহ-প্রযোজক এমডি ইকবাল। জানা গেছে, একটি মিশনকে কেন্দ্র করে এগিয়েছে ‘পাসওয়ার্ড’ ছবির গল্প।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here