পায়রা তাপ বিদ্যুত কেন্দ্র হামলা ভাংচুরের ঘটনায় গ্রেফতারকৃত ১৬ আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর

0
220
728×90 Banner

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুত কেন্দ্রের অভ্যন্তরে হামলা, ভাংচুর ও অফিসের মালামাল চুরির ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত ১৭ আসামির মধ্যে ১৬ জনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ার এর আদালত সোমবার রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়া চর নিশানবাড়িয়া গ্রাম থেকে শনিবার রাতে গ্রেফতার করা আসামি মিরাজ পাহলোয়ানকে রবিবার আদালতে সোপর্দ করেছে পুলিশ। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, গত ১৮ জুন বিকেলে পাওয়ার প্লান্টের পাওয়ার বøক এলাকায় কর্মরত অবস্থায় বয়লার থেকে সেফটি বেল্ট খুলে নিহত হয় বাঙালী শ্রমিক সাবিন্দ্র দাস। এ শ্রমিকের লাশ গুমের গুজবকে কেন্দ্র করে বাঙালী শ্রমিকরা হামলা চালায় চীনা শ্রমিকসহ পাওয়ার প্লান্ট এলাকায়। রাতে ফের একটি সন্ত্রাসী গ্রæপ পাওয়ার প্লান্ট অভ্যন্তরে অফিসসহ পাওয়ার বøক এলাকায় হামলা, ভাংচুর, লুটপাট চালায়। ওই ঘটনায় ২০ জুন কলাপাড়া থানায় পৃথক দু’টি মামলা করেন এনইপিসির সেফটি ডিরেক্টর ওয়াং লিবিং। এ মামলায় অজ্ঞাত ১২ শ’ জনকে আসামি করা হয়। পুলিশ এ মামলায় ঢাকার কেরানিগঞ্জ থেকে ল্যাপটপ, কিছু চোরাই মালামালসহ ১২জনকে গ্রেফতার করে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here