পিছিয়েছে বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল, থাকবেন প্রধানমন্ত্রী

0
204
728×90 Banner

ডেইলি গাজীপুর স্পোটর্স: বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল হওয়ার কথা ছিল ৩ মে। এখন একদিন পেছানো হয়েছে ফাইনালের সূচি। অর্থ্যাৎ, ৪ মে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক টুর্নামেন্টটির ফাইনাল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ গতকাল বুধবার বিকেলে ফাইনাল পেছানোর কথা নিশ্চিত করেছেন। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি প্রদানের জন্য ফাইনালে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিল বাফুফে। বাফুফের সাধারণ সম্পাদক জানিয়েছেন, গতকাল বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর দফতর থেকে নিশ্চিত করা হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফাইনালে।
২২ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে প্রথম বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল। উদ্বোধন ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মঙ্গোলিয়া, তাজিকিস্তান, লাওস, সংযুক্ত আরব আমিরাত, কিরগিজস্তান ও বাংলাদেশ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here