পেঁয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

0
199
728×90 Banner

হলধর দাস,নরসিংদী থেকে : দেশব্যাপী পেঁয়াজের দাম বৃদ্ধিসহ দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। ১৮ নভেম্বর সোমবার বিকালে নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশটি শহরের চিনিশপুরস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রথমে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সহ-সভাপতি মনজুর এলাহী, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক, বিএনপি নেতা এম.এ জলিল, নরসিংদী জেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আ ফ ম মুস্তাকিন পান্না, সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তাগণ বলেন, বর্তমান সরকারের আমলে পেঁয়াজসহ দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারণে জনগণকে হিমশিম খেতে হচ্ছে। দেশব্যাপী জগণের নাভিশ্বাস উঠে গেছে। বর্তমান সরকারের আমলে দ্রব্যমূল্যের উর্দ্ধগতিসহ সন্ত্রাস নৈরাজ্যে মানুষ অতিষ্ট হয়ে উঠেছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here