প্রেমিকাকে টঙ্গী উড়াল সড়ক থেকে ফেলে হত্যায় মামলা

0
73
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক :গাজীপুরের টঙ্গী চেরাগআলীতে উড়াল সড়ক থেকে মারিয়া আক্তার মুমু (২০) নামে এক তরুণীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার ঘটনায় মামলা করেছে নিহতের পরিবার। ১৮ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মুমুর বড় ভাই জাহিদুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলাটি করেন। শনিবার দুপুরে টঙ্গীতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের বাবা মান্নান মিয়া। বিয়ের প্রলোভনে বাসা থেকে এনে ওই তরুণীকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।

মুমু ফরিদপুর জেলার সদর থানার চরবিষ্ণুপুর গ্রামের মান্নানের মেয়ে। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর ভাটারা থানা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। মামলায় মুমুর প্রেমিক গাজীপুরের বোর্ডবাজার এলাকার মোরশেদ অনি (৩০), তার বাবা খলিল মিয়া, বড় বোন রেখোনা, বড় ভাই মোস্তফা, অনির স্ত্রী অনামিকা, শহিদুল্লাহ ও রিয়াদকে আসামি করা হয়েছে।

ঘটনার পর থেকেঅভিযুক্তরা পলাতক রয়েছেন।নিহতের পরিবার ও মামলা সূত্র জানায়, মুমু রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। অনির সঙ্গে মুমুর চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। তারা গোপনে বিয়ের সিদ্ধান্ত নেয়। ১৩ সেপ্টেম্বর মুমু রাজধানীর ভাটারার বাসা থেকে প্রায় বিশ ভরি স্বর্ণালংকার ও নগদ চার লাখ টাকা নিয়ে প্রেমিক অনির কাছে টঙ্গীতে পৌছান। পরে ভোর পৌনে ৬টার দিকে বিআরটি প্রকল্পের উড়াল সড়ক থেকে ধাক্কা দিয়ে মুমুকে নিচে ফেলে দিয়ে অনি ও তার সহযোগীরা সটকে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মান্নান বলেন, পুলিশ হত্যা মামলা না নেওয়ায় ঘটনার ছয় দিন পর আদালতে মামলা করেছি। টঙ্গী পশ্চিম থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন বলেন, নিহতের পরিবারকে থানায় মামলা করতে বলা হয়েছিল। তারা আদালতে মামলা করেছে বলে জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here