
মো. ছগির হোসেন,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ঘুর্ণিঝড় ফণী‘র প্রভাবে ঝড়ের সময় গাছের ডাল পড়ে গুরুতর জখম হাবিব মুসল্লী (৩৭) বরিশালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মধ্যরাতে মারা গেছেন। তাকে কুয়াকাটা পৌর এলাকায় দাফনের প্রস্তুতি চলছে। এজন্য সরকারিভাবে কুড়ি হাজার টাকা প্রাথমিকভাবে বরাদ্দ দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে ভাড়াটে হোন্ডা চালক যাত্রী জাহাঙ্গীর সিকদার ও সূর্য বেগমকে নিয়ে যাওয়ার সময় মনষাতলী গ্রামে গাছের ডাল ভেঙ্গে তিনজন গুরুতর জখম হয়। সবাইকে বরিশাল শেবাচিমে চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘর্নিঝড় ফণীর প্রভাবে কলাপাড়ার পায়রা বন্দরসহ কুয়াকাটাস গোটা উপক‚লীয় এলাকায় সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত ঝড়ো হাওয়া ও বজ্র-বৃষ্টিতে বিপুল সংখ্যক গাছ পালা ভেঙ্গে গেছে। ফণীর তান্ডবে কলাপাড়ায় সম্পুর্ণভাবে বিধ্বস্ত হয়েছে ৪৬টি ঘর। এছাড়া আংশিক বিধ্বস্ত হয়েছে ৪৮৭ টি ঘর। বিধ্বস্ত বেড়িবাঁধ এলাকায় জলোচ্ছ¡াসের প্লাবনে অন্তত ৩ হাজার পরিবার পানিবন্দী হয়ে আছে। চারিপাড়াসহ সাতটি গ্রামের মানুষ চরম ভোগান্তির কবলে পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে দেড় হাজার পরিবারকে ১৫ কেজি করে চাল বিতরনের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। বাকিদেরর চাল বিতরণ করা হবে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ জানিয়েছেন। লালুয়ায় ঠিকাদারী প্রতিষ্ঠান পিডবিøউবি’র (জেভি) টিনশেড ঘরের চাল লন্ডভন্ড হয়ে গেছে। তাঁদের ব্যাপক ক্ষতি হয়েছে। মালামাল ভেসে গেছে জলোচ্ছ¡াসে।
এবারে ঘুর্ণিঝড় ফণী মোকাবেলায় উপক‚লীয় কলাপাড়ায় সরকারি প্রশাসনের প্রস্তুতি ছিল প্রশংসনীয়। শুক্রবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত ইউএনও তানভীর রহমানের নেতৃত্বে একটি টিম অধিকাংশ আশ্রয় কেন্দ্র পরিদর্শণ করে আশ্রীতদের শুকনো খাবারসহ নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট ছিলেন। পাঁচ দফা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছেন। এখন পর্যন্ত কন্ট্রোল রুম চালু রয়েছে। এরপরও টিয়াখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন শুক্রবার রাত ১০টায় আশ্রীতরা গিয়ে তালাবদ্ধ পেয়েছেন মর্মে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। রেড ক্রিসেন্ট সোসাইটির দেয়া তথ্যমতে ১৫৫ টি আশ্রয় কেন্দ্রে অন্তত ২৫ হাজার ২০৩ মানুষ আশ্রয় নেয়। এছাড়া আরও প্রায় ৫০ হাজার মানুষ কুয়াকাটার বিভিন্ন আবাসিক হোটেলসহ বিভিন্ন নিরাপদ স্থাপনায় আশ্রয় নিয়েছিল। তবে এখনও কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। মেলাপাড়া গ্রামের রাখাইন বাসিন্দা মংখেফ্রু (৫৩) শনিবার দুপুরে জানান, তার মেয়েসহ স্ত্রী এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছে। বর্তমানে মানুষের মাঝে স্বস্তি নেমে আসলেও লালুয়ার পানিবন্দী মানুষের দুরাবস্থা কমেনি। শনিবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত আকাশ ফর্শা। ঝলমলে রোদ রয়েছে। তবে দমকা হাওয়া বইছে থেমে থেমে। ভ্যাপসা গরম পড়ছে। মানুষের মনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
