ফসল উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা নিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

0
153
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় কৃষিক্ষেত্রে ফসল উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে সরকার বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক।
বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় কৃষিমন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কৃষি মন্ত্রণালয় খাদ্য উৎপাদন আরো বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে।
তিনি বলেন, সরকার এরইমধ্যে ঘোষিত সাধারণ ছুটির সময়ে চলমান বোরো মৌসুমের অত্যাবশ্যকীয় কৃষি উপকরণ যেমন- সার, বীজ, বালাইনাশক, সেচযন্ত্রসহ সব কৃষিযন্ত্র, জ্বালানি, কৃষিজাত পণ্যের পরিবহন এবং ক্রয়-বিক্রয় অব্যাহত রাখার ব্যবস্থা করেছে।
এছাড়া এ ছুটির সময় কৃষি কার্যক্রম সক্রিয় রাখতে সব কর্মকর্তাদের তাদের কর্মস্থলে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি মাঠের ফসল সঠিকভাবে ঘরে তোলার কার্যক্রমও গ্রহণ করা হয়েছে।
আবদুর রাজ্জাক আরো বলেন, করোনাভাইরাসের কারণে বোরো ধান কাটার শ্রমিকের অভাব থাকায় হাওর এলাকায় হারভেস্টারসহ কৃষি যন্ত্রপাতি নিশ্চিত করা ও জরুরি ভিত্তিতে দ্রুত ধান কাটার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here