ফিলিপাইন তরুণীর প্রাপ্য অধিকার ফিরিয়ে দিলো ডিএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টার

0
220
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ফিলিপাইন তরুণী এইমি গ্রাসি মার্ভালিয়াস ও বাংলাদেশি সালমানুল ইসলাম এর প্রথম দেখা সিঙ্গাপুরে ২০১৪ সালে। সেখান থেকেই মন দেয়া-নেয়া, কয়েক মাসের জানাশোনা ও প্রেমের পর সালমানুলের বিয়ের প্রস্তাবে রাজি হন এইমি। ২৪ ফেব্রুয়ারি ২০১৫ সালে ফিলিপাইনের আইন মোতাবেক ইসলামী শরীয়াহ মেনে বিয়ে করেন দুজন। এরপর তারা ঘুরেছেন থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতমানসহ বেশ কয়েকটি দেশ। এসব ভ্রমণের সব খরচ বহন করেছে এইমি। বিয়ের দুই বছর পর সালমানুলের সঙ্গে বাংলাদেশে আসেন এইমি। এসময় এইমি জানতে পারেন বাংলাদেশে থাকা সালমানুলের আরেক স্ত্রীর কথা। এছাড়া, সালমানুলের মেয়ে বান্ধবীর বিষয়ে জানতে পেরে সম্পর্ক ছিন্ন করে তালাক চান এইমি।
গত বছরের ডিসেম্বরে আবারো বাংলাদেশে আসে এইমি। এবার আর ঘরসংসারে আগ্রহী নন তিনি। তিনি নতুন করে তার জীবন শুরু করতে চান। তবে, তালাকনামা না পাওয়ার কারণে তাকে ফিলিপাইনে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বিয়ের মোহরানার অর্থ ও তালাকনামা স্বাক্ষর নিয়ে ফিরে যেতে চান এইমি। তবে, মোহরানার দুই লাখ ৩৮ হাজার টাকা ও তালাকনামা দিতে অস্বীকৃতি জানায় সালমানুল। এমনকি তাকে মারধরও করা হয়। প্রথমে ঢাকার মিরপুরে সালমানুলের বাসায় গেলে সেখান থেকে এইমিকে একটি হোটেলে নিয়ে আটকে রাখা হয়। প্রায় দশ দিন আটকে রেখে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে জানান এইমি। সেখান থেকে ছাড়া পেয়ে চট্টগ্রামে পরিচিত এক ফিলিপাইন পরিবারের কাছে চলে যান। মূলত সেখান থেকেই গত প্রায় চার মাস ধরে নিজের প্রাপ্য দাবি আদায়ে হন্যে হয়ে ঘুরছেন এইমি।
চট্টগ্রামে পরিচিত ফিলিপাইন পরিবার ও একজন বাংলাদেশি বন্ধুর সহায়তায় তিনি সমস্যাটি খুলশী থানা, সিএমপি, চট্টগ্রাম-এ উপস্থাপন করেন। কিন্তু সালমানুল ইসলাম এর অবস্থান ঢাকায় হওয়ায় অফিসার ইনচার্জ, খুলশী থানা, সিএমপি, চট্টগ্রাম, এইমিকে ০৫ মার্চ ২০১৯ তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগে প্রেরণ করেন। এরপর ০৬ মার্চ ২০১৯ তারিখ হতে এইমিকে উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগের ভিকটিম সাপোর্ট সেন্টারে অবস্থান করার ব্যবস্থা করা হয় এবং এসময় তাকে মানসিক ও আইনী সহায়তা দেওয়া হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী ভিকটিম সাপোর্ট সেন্টারের অনেক চেষ্টার পর সালমানুল ইসলাম এর সন্ধান পাওয়া যায়।
ইতোমধ্যে ভিকটিম সাপোর্ট সেন্টার এইমির বিষয়ে ফিলিপাইন দূতাবাসের সাথে নিয়মিত যোগাযোগ করে । এরপর ভিকটিম সাপোর্ট সেন্টারের উদ্যোগে অভিযুক্ত সালমানুল ইসলাম ও এইমি গ্রাসি মার্ভালিয়াস এর উপস্থিতিতে একাধিক বৈঠক হয়। সেখানে তালাকের সাথে মোহরানার দুই লাখ ৩৮ হাজার টাকা ও ফিলিপাইনে ফেরত যেতে বিমান টিকিটের খরচ চান এইমি। কিন্তু এতে অস্বীকৃতি জানায় অভিযুক্ত স্বামী সালমানুল ইসলাম। অবশেষে গত ১৪ মার্চ ২০১৯ তারিখের বৈঠকে উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগের মধ্যসস্থতায় সব অভিযোগ ও দাবি মেনে নিয়ে মোহরানার টাকা বুঝিয়ে দেয়ার সমঝোতা হয়। তবে টাকা দিতে ৩১ মার্চ ২০১৯ তারিখ পর্যন্ত সময় চান এইমির অভিযুক্ত স্বামী সালমানুল ইসলাম। এরপর ভিকটিম সাপোর্ট সেন্টার এইমিকে ১৭ মার্চ ২০১৯ তারিখে তার দূতাবাসের সেইফ হোমে হস্তান্তর করে। পরবর্তী সময়ে ৩১ মার্চ ২০১৯ তারিখে ভিকটিম সাপোর্ট সেন্টারে সালমানুল মোহরানার টাকা প্রদান ও অন্যান্য দাবি মেনে নেওয়ায় ফিলিপাইন দূতাবাসের প্রতিনিধি, আইন ও সালিশ কেন্দ্র, কাজী ও পরিবারের অন্যান্য সাক্ষীদের উপস্থিতিতে তারা খোলা তালাকে সই করেন। এইমি এখন নিজের প্রাপ্য দাবি আদায়ের পর নিজের পরিবারের কাছে ফিলিপাইনে ফিরে যাচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগের ভিকটিম সাপোর্ট সেন্টারের অক্লান্তিক প্রচেষ্টায় একজন বিদেশী তরুণীর প্রাপ্য অধিকার বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হল।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here