ফেব্রুয়ারি মাসে করোনায় মৃত্যু ৬৪৩ জন,হত্যাকান্ড ২৯৭ জন

0
117
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভার শাখা থেকে প্রাপ্ত তথ্য এবং বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে BHRC’র ডকুমেন্টেশন বিভাগ অনুসন্ধান এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন-IHRC’র সহযোগিতায় প্রতিবেদন সম্পন্ন করে। BHRC’র জরিপে দেখা যায় মোট হত্যাকান্ডে মৃত্যু ২৯৭ জন। সরকারি হিসাব মোতাবেক করোনাভাইরাসে মৃত্যু ৬৪৩ জন। ফেব্র“য়ারি ২০২২ মাসে গড়ে প্রতিদিন করোনা ভাইরাসে মৃত্যু ২৩ জন এবং হত্যাকান্ড ঘটে দৈনিক প্রায় ১১টি। হত্যাকান্ডের বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত বিভাগের কর্মকর্তাদের অবশ্যই অধিক দায়িত্ববান হতে হবে। আইন প্রয়োগকারী সংস্থার গতিশীল কার্যক্রমের মাধ্যমে হত্যাকান্ড কমিয়ে শুন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। বাংলাদেশের গণতন্ত্র ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক রূপদান এবং মানবাধিকার সম্মত সমাজ প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা প্রয়োজন। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই কেবলমাত্র এ ধরণের ক্রমবর্ধমান হত্যাকান্ড হ্রাস করা সম্ভব।
করোনাভাইরাসে সরকারি হিসাব মতে ফেব্র“য়ারি ২০২২ মাসে মৃত্যু ৬৪৩ জন।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডকুমেন্টেশন বিভাগের জরিপে দেখা যায় ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে হত্যাকান্ডের শিকার২৯৭ জন। এর মধ্যে
০১। পারিবারিক সহিংসতায় হত্যা—————————————— ১১ জন।
০২। সামাজিক সহিংসতায় হত্যা —————————————— ০৩ জন।
০৩। রাজনৈতিক হত্যা —————————————————– ০৫ জন।
০৪। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মৃত্যু ———————————— ০৩ জন।
০৫। বিএসএফ কর্তৃক হত্যা ———————————————— ০৪ জন।
০৬। অপহরণ হত্যা———————————————————- ০২ জন।
০৭। গুপ্ত হত্যা ————————————————————– ০৩ জন।
০৬। রহস্যজনক মৃত্যু —————————————————— ৪৮ জন।
০৭। ধর্ষণের পর হত্যা —————————————————— ০২ জন।
বিভিন্ন দুর্ঘটনায় নিহত-
ক) পরিবহন দুর্ঘটনায় মৃত্যু ———————————————– ২০৮ জন।
খ) আত্মহত্যা —————————————————————- ০৮ জন।
ফেব্রুয়ারি ২০২২ সালে কতিপয় নির্যাতনের উল্লেখযোগ্য ঘটনাবলী-
ক) ধর্ষণ———————————————————————– ১৩ জন।
খ) যৌতুক নির্যাতন ———————————————————- ০২ জন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here