বঙ্গবন্ধুর জন্মদিনে বিভিন্ন সংগঠনের কর্মসূচি পালন

0
224
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ বুধবার (১৭ মার্চ) বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে বুধবার দুপুরে ৩২ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে ‘বঙ্গবন্ধুর জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বেগম শামসুন নাহার ভূইয়া এমপি। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মানিক লাল ঘোষ, বাংলাদেশ আওয়ামী লীগ শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য এডভোকেট মোঃ রাসেদ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আ হ ম মোস্তফা কামাল, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার, নির্বাহী সদস্য মোঃ মাসুদ আলম, সদস্য মোঃ আনোয়ার হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, লায়ন খান আখতারুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালের ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। যা বাঙালি জাতির শ্রেষ্ঠ ও মহত্তম অর্জন। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। তাই বঙ্গবন্ধুর জন্মদিন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।
প্রধান আলোচকের বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বেগম শামসুন নাহার ভূইয়া এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, তিনি একাধিক স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, এই স্বপ্ন তিনি সকলের মধ্যে সঞ্চারিত ও প্রসারিত করেছিলেন। বিশ্বে বঙ্গবন্ধুর মতো নেতা বিরল।
সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, বঙ্গবন্ধুর জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে, তিনি বঙ্গবন্ধু থেকে বিশ্ব বন্ধুতে পরিণত হয়েছেন। বঙ্গবন্ধু দিন দিন উজ্জল থেকে উজ্জলত্বর হচ্ছেন। বঙ্গবন্ধুর আলোতে বিশ্ব আলোকিত হচ্ছে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বিশ্বের নির্যাতিত, নিষ্পেষিত ও মুক্তিকামী সকল মনুষের মুক্তির সনদ হিসেবে কাজ করছে। বঙ্গবন্ধু ও তার আদর্শ বাঙালি জাতির সবচেয়ে বড় সম্পদ। বঙ্গবন্ধু গবেষণা বা চর্চা আরো বাড়াতে হবে। সরকারিভাবে বঙ্গবন্ধুর নামে গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে সার্জারি, বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, স্বেচ্ছায় রক্তদানসহ নানা কর্মসূচির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপিত হয়েছে। জাতির পিতার জন্মদিন উপলক্ষে আজ বুধবার ১৭ মার্চ ২০২১ইং তারিখে অত্র বিশ্ববিদ্যালয় গৃহীত কর্মসূচীর শুভ উদ্বোধন করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া। সকাল ৭টা ৪৫ মিনিটে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া মহোদয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ডীনবৃন্দ, শিক্ষকবৃন্দ, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, কর্মচারীবৃন্দকে সাথে নিয়ে বি ব্লকে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। মাননীয় উপাচার্য মহোদয় বহির্বিভাগে সকাল ৮টায় রোগীদের হাতে টিকেট তুলে দেয়ার মাধ্যমে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা কার্যক্রম, সকাল ৯টায় অত্র বিশ্ববিদ্যালয়ের এ ব্লকে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন। কর্মসূচীর মধ্যে আরো ছিল সকাল সাড়ে ১১টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং দুপুর দেড়টায় বাদ জোহর অত্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল।
বহির্বিভাগে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদানের আওতায় মেডিসিন অনুষদের বিভিন্ন বিভাগে ২৫০৫ জন রোগী, সার্জারি অনুষদের বিভিন্ন বিভাগে ১৫৭০ জন রোগী এবং ডেন্টাল অনুষদের বিভিন্ন বিভাগে ১৭০ জনসহ ৪২৪৫ জন রোগী সেবা গ্রহণ করেন। বিনামূল্যে অপারেশন বা বিনামূল্যে সার্জারি কার্যক্রমের অংশ হিসেবে এনেসেথেশিয়া বিভাগের সহায়তায় জেনারেল সার্জারি, নিউরোসার্জারিসহ সার্জারি অনুষদের বিভিন্ন বিভাগে বিনামূল্যে অস্ত্রোপচার সম্পন্ন করেন বিশেষজ্ঞ সার্জনবৃন্দ। এছাড়া স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের আওতায় ২১ ব্যাগ রক্ত সংগ্রহ হয়েছে এবং বিনামূল্যে ৫০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।


এসকল কর্মসূচীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়াসহ সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক উপ-উপাচার্য ও বর্তমানে কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মোঃ জুলফিকার রহমান খান, শিশু অনুষদের ডীন অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, সাবেক প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ জুলফিকার আহমেদ আমিন, অতিরিক্ত রেজিস্ট্রার ও ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোঃ আসাদুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. মোঃ নাজমুল করিম মানিক, সহকারী প্রক্টর অধ্যাপক ডা. মোঃ আবু তাহের, হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মোঃ সালাহউদ্দিন শাহ, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. কে এম তারিকুল ইসলাম, ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ আলী ইমরান, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মোঃ আরিফুল ইসলাম জোয়ারদার টিট, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ সাইফুল ইসলাম শাহীন প্রমুখসহ বিভিন্ন বিভাগের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকবৃন্দ, অফিস প্রধানগণ, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও মুজিব শতবর্ষ ২০২১ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বছরব্যাপী নানান কর্মসূচী হাতে নেয়া হয়েছে। ছবি: মোঃ আরিফ খান।
বাংলাদেশ ভূমিহীন আন্দোলন
১৭ই মার্চ ২০২১ বুধবার পাবনা, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাজীপুর, রাজবাড়ী, শেরপুর, জামালপুর, সিরাজগঞ্জ, বগুড়া, ময়মনসিংহ, বরগুনা, চট্টগ্রামসহ প্রায় ৩২টি জেলায় বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পাবনার আতাইকুলায় বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইদুর রহমান লুৎফর, সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আঙ্গুর বিশ্বাস, মাহাতাব সহ স্থানীয় নেতাকর্মীরা।
এসময় সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন বলেন, বঙ্গবন্ধু শাসকগোষ্ঠীর জুলুম, নির্যাতন, শোষণ, আধিপত্যবাদ, বর্ণবৈষম্যবাদ, উপনিবেশবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। গণমানুষের মুক্তির জন্য সংগ্রাম করে মুক্তিকামী মানুষকে সংগঠিত ও নেতৃত্ব দিয়েছিলেন। বাংলাদেশের মুক্তি সংগ্রামের তিনি আদর্শ প্রতীক। অথচ আজও আমরা ভূমিহীনরা রেললাইন ও রাস্তার দুই পাশে বসবাস করি। আমাদের বসবাস করার মতো কোন জায়গা নাই।”
তিনি আরও বলেন, “সারাদেশে অনেক খাস ভূমি রয়েছে, যে সকল জায়গা ভূমিদস্যুরা, দলীয় নেতারা ও প্রভাবশালী ব্যক্তিরা ভোগ দখল করে আছে। ভূমিহীনরা রাষ্ট্রীয় মৌলিক অধিকার বঞ্চিত। ১৯৭৩ সনের ৩ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জনসভায় ভূমিহীনদের জন্য যে কর্মসূচীর ঘোষণা দিয়েছেন তা পূর্ণাঙ্গ বাস্তবায়ন করলে দেশে ভূমিহীনদের রাষ্ট্রীয় অধিকার প্রতিষ্ঠা সম্ভব। বঙ্গবন্ধু সারা জীবন দেশের খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য কাজ করেছেন। রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন ভূমিহীনদের পুনর্বাসনে কাজ করেছেন। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে তাঁর সুযোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা দেশে কেউ গৃহহীন থাকবে না বলে ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে দেশের অনেক জায়গায় প্রধানমন্ত্রীর উদ্যোগে ভূমিহীনদের পুনবার্সিত করা হয়েছে। আমার বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের পক্ষ থেকে সরকারের এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই।”
টিক্যাব
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে উন্নত, সুখী-সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশই হবে জাতির জনক বঙ্গবন্ধুকে দেওয়া বর্তমান প্রজন্মের সেরা উপহার। বঙ্গবন্ধু আজীবন যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছেন সে বাংলাদেশ প্রতিষ্ঠাই হবে তাঁকে দেওয়া আমাদের যথাযথ সম্মান।
১৭ই মার্চ ২০২১ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে সংবাদ পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন টেলি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিক্যাব) এর আহ্বায়ক মোঃ মুর্শিদুল হক।
তিনি বলেন, “বাংলাদেশ আজ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ, বর্তমানে আমরা বিশ্বের ৪১ তম বৃহৎ অথনৈতিক শক্তি; ২০৩২ সালের মধ্যে বাংলাদেশ বৃহৎ ২৫টি অর্থনীতির একটি হবে, চীনের পর আমরা ২য় বৃহত্তম রেডিমেড গার্মেন্টস রপ্তানিকারক দেশ, আমরা মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রেরণ করেছি, প্রায় ১৬ শতাংশ গ্লোবাল ফ্রিল্যান্সার ওয়ার্কার নিয়ে ফ্রিল্যান্সিং দুনিয়ায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, বাংলাদেশের অনুর্ধ-১৯ ক্রিকেটদল বিশ্বকাপ জিতে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের আধিপত্যের আগমনীযাত্রার সংকেত দিয়েছে; এমন হাজারো অর্জনে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তথাপিও প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকা, রাজনৈতিক অস্থিরতা, দলীয়করণ, দুর্নীতি, বিচারহীনতার সংস্কৃতি, আমলাতান্ত্রিক জটিলতা ও সন্ত্রাস আমাদেরকে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে বাধাগ্রস্ত করছে।”
টেলি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিক্যাব) এর আহ্বায়ক আরো বলেন, “বর্তমান বিশ্বে নেতৃত্ব দিতে হলে বাংলাদেশকে তথ্য-প্রযুক্তি খাতে নেতৃত্ব দিতে হবে। শুধু গার্মেন্টস শিল্প নয় প্রযুক্তি পণ্য উৎপাদন ও রপ্তানি করতে হবে, ৫ম প্রজন্মের শিল্পবিপ্লবের সুবিধা পুরোপুরি কাজে লাগাতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অনুধাবন করে সরকার ইতিমধ্যেই বঙ্গবন্ধু হাইটেক সিটি প্রতিষ্ঠাসহ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। সরকারি-বেসরকারি উদ্যোগে আমরাও প্রযুক্তিতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। ক্ষুধা-দারিদ্র্য মুক্ত উন্নত সুখী সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশই হবে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ।”
জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণমানুষের মুক্তির জন্য সংগ্রাম করে মুক্তিকামী মানুষকে সংগঠিত ও নেতৃত্ব দিয়েছিলেন। বাংলাদেশের মুক্তি সংগ্রামের তিনি আদর্শ প্রতীক। তাঁর জন্মবার্ষিকীতে শোষণমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠাই হোক আমাদের অঙ্গীকার।
১৭ই মার্চ ২০২১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকিতে ঝিনাইদহ সদর থানার কালুহাটী আফসার মিয়া কমপ্লেক্সে জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি) ঝিনাইদহ জেলা শাখা আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলে পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু।
মিজানুর রহমান মিজু বলেন, “ ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী। শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বাঙালির অধিকার রক্ষায় ব্রিটিশ ভারত থেকে শুরু করে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব প্রদান করেছেন। শুরুতে তিনি আওয়ামী লীগের সভাপতি, এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক স্বায়ত্তশাসন অর্জনের প্রয়াস এবং পরবর্তীকালে ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।”
তিনি আরো বলেন, “নির্যাতিত-নিপীড়িত মানুষকে সংগঠিত করে সংগ্রামের মাধ্যমে তাদের মুক্ত করেছিলেন বঙ্গবন্ধু। এ কারণে তাকে বাংলাদেশের “জাতির জনক” বা “জাতির পিতা” হিসেবে গণ্য করা হয়। তাঁর কন্যা শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। জননেত্রী শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশকে বঙ্গবন্ধুর আদর্শের পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ জাতিসংঘ স্বীকৃত স্বল্পোন্নত দেশ।”
আলোচনা ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন ৬নং গান্না ইউনিয়ন এর আওয়ামিলীগ এর সভাপতি তোফাজ্জেল হোসেন বিশ্বাস, কালুহাটী মাদ্রাসার সুপার মো উবাইদুর রহমানসহ স্থানীয় ও জেলা জেএসপি নেত্রীবৃন্দু উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ মামুন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here