
আল আমিন মন্ডল (বগুড়া) : ঢাকাস্থ বনানী লেডিস সোসাইটির উদ্যোগে শুক্রবার বগুড়ার গাবতলী সোনারায়ের আটবাড়িয়া আদর্শগ্রাম ও রামেশ^রপুরের নিশুপাড়া আদর্শগ্রামের দরিদ্র ভূমিহীন ও বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বনানী লেডিস সোসাইটির সাবেক সভাপতি মমতাজ বেগম, সহ-সভাপতি জাকিয়া শামীম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাহানারা স্বপ্না, যুগ্ম সম্পাদক নুরজাহান বেগম শাম্মী, কোষাধ্যক্ষ নাদিরা আনোয়ার, সহ-কোষাধ্যক্ষ খালেদা মনজুর, দক্ষিন কোরিয়াস্থ গেøাবাল মুভমেন্ট ফ্যামিলী সেন্টারের পরিচালক মাহবুবুর রহমান ছোটন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা, সোনারায় ইউপি প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ মতিয়ার রহমান মতি, সমাজসেবক আবু আছাদ, আহসান হাবিব লেমন, শাহাদৎ হোসেন গামা, জুলফিকার আলী শ্যামল, প্রধান শিক্ষক হাফিজার রহমান, আব্দুল গোফফার, হারুন অর রশিদ, সাংবাদিক আল আমিন মন্ডল ও আতাউর রহমান প্রমূখ। এরপূর্বে পীরগাছা হাইস্কুল মাঠে দুঃস্থদের মাঝে ছাগল বিতরণ করেন লেডিস সোসাইটির নেতৃবৃন্দ।
