বন্ধুত্বের নিদর্শন হিসেবে মালদ্বীপের জন্য বাংলাদেশের সহযোগিতা

0
189
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: মালদ্বীপকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে করোনা পরিস্থিতি মোকাবিলায় কিছু জরুরি চিকিৎসা ও নিরাপত্তা সামগ্রী উপহার দিয়েছে বাংলাদেশ। এসব সামগ্রী ও ৮৫ টন খাদ্য সামগ্রী নিয়ে দেশটির পথে যাত্রা করেছে নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র অভিযান’।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জাহাজটি এসব সামগ্রী নিয়ে মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশে চট্টগ্রাম নৌ জেটি ছেড়ে যায়। এসময় কমান্ডার বিএনফ্লিট রিয়ার অ্যাডমিরাল এম মাহবুব-উল-ইসলামসহ চট্টগ্রাম নৌঅঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে প্রতিবেশী দেশ মালদ্বীপের প্রতি বন্ধুত্বপূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তাই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ প্রয়োজনীয় জরুরি ওষুধ, চিকিৎসা ও নিরাপত্তা সামগ্রী পিপিই, মাস্ক, গ্লাভস ও জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি পৌঁছে দিতে মালদ্বীপের পথে যাত্রা করে নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র অভিযান’।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার বরাবরই প্রতিবেশী দেশের যে কোনও প্রয়োজনে এগিয়ে এসেছে। এই ধারাবাহিকতায় বিশ্বব্যাপী সংক্রমিত করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুত্বের নিদর্শন হিসেবে বন্ধুপ্রতিম মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহীম মোহাম্মদ সলিহ-এর কাছে জরুরি ওষুধ, চিকিৎসা ও নিরাপত্তা সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নেন। দ্রুততম সময়ের মধ্যে এসকল সামগ্রী সংগ্রহ করে নৌবাহিনী জাহাজের মাধ্যমে দেশটিতে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। যার মধ্যে রয়েছে ২০ হাজার পিস পিপিই, ৫ হাজার পিস হ্যান্ড স্যানিটাইজার, ৯৬০ পিস নিরাপত্তা চশমা ও ৪০ কার্টন জরুরি ওষুধ। পাশাপাশি প্রায় ৮৫ টন খাদ্য সামগ্রীও পাঠানো হচ্ছে।
বাংলাদেশের পক্ষ থেকে এ সহায়তা দেশটিতে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা যায়। জাহাজটি আগামী ২০ এপ্রিল মালদ্বীপে পৌঁছানোর পর দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসানের উপস্থিতিতে জাহাজের অধিনায়ক কমান্ডার এ এফ এম আহসান উদ্দিন মালদ্বীপ সরকারের প্রতিনিধি দলের কাছে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসকল সামগ্রী হস্তান্তর করবেন। জরুরি এ সহায়তা শেষে জাহাজটি আগামী ৩০ এপ্রিল দেশে ফিরবে বলে আশা করা যায়।
উল্লেখ্য, বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ মালদ্বীপের জরুরি প্রয়োজনে এর আগেও বাংলাদেশ এগিয়ে এসেছিল। ২০০৪ সালে মালদ্বীপে ঘটে যাওয়া ভয়াবহ সুনামিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এবং ২০১৪ সালে দেশটির ডিস্যালাইনেশন প্ল্যান্টে অগ্নিকাণ্ডের ঘটনায় পানি সংকট মোকাবিলায় বাংলাদেশ হাত বাড়িয়ে দিয়েছিল। সেসময় বাংলাদেশ সরকারের নির্দেশনায় নৌবাহিনী জাহাজের মাধ্যমে দেশটিতে জরুরি খাদ্য সহায়তা এবং বিশুদ্ধ খাবার পানি পৌঁছে দেওয়া হয়েছিল। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে এধরনের সহযোগিতা দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা যায়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here