বাজেটে বেকারদের জন্য বিশেষ বরাদ্দসহ ৪ দফা দাবিতে মানববন্ধন

0
166
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): আজ ১ জুন মঙ্গলবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব শক্তির উদ্যোগে “বাজেটে বেকারদের জন্য বিশেষ বরাদ্দসহ ৪ দফা দাবিতে মানববন্ধন” কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ যুব শক্তির ৪ দফা দাবি হচ্ছে (১) শিক্ষিত-প্রশিক্ষিত করোনাকালীন চাকুরিচ্যুত ও বিদেশ ফেরত বেকার যুবকদের মধ্যে যারা আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে চায় তাদেরকে সহজ শর্তে সহজ কিস্তিতে বিনা সুদে কমপক্ষে ৫ লক্ষ টাকা ঋণ প্রদান করতে হবে। (২) বিদেশে যেতে ইচ্ছুক যুবকদের সরকারি খরচে বিদেশ পাঠাতে হবে, যাওয়ার পর কিস্তিতে অর্থ পরিশোধের ব্যবস্থা রাখতে হবে। (৩) চাকুরি করতে ইচ্ছুক বেকার যুবকদের জন্য সরকারি, আধা সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে শূন্য পদে তড়িৎ নিয়োগের ব্যবস্থা করতে হবে। করোনাকালীন চাকুরিচ্যুতদের অগ্রাধিকার দিতে হবে। (৪) চাকুরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করতে হবে, আবেদন ফি মওকুফ করতে হবে ও চাকুরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতা দিতে হবে।
মানবনবন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ যুব শক্তির আহ্বায়ক হানিফ বাংলাদেশী বলেন, “বাংলাদেশে বেকার সমস্যা একটা মহামারি আকার ধারন করেছে করোনার মহামারিতে সে সমস্যা আরো প্রকট আকার ধারণ করেছে। বিভিন্ন সংগঠনের জরীপে দেশে বর্তমানে শুধু শিক্ষিত বেকার ৭৪ লাখ। এছাড়াও প্রশিক্ষিত চাকুরিচ্যুত, বিদেশ ফেরত সব মিলিয়ে প্রায় ৪ কোটি যুবক বেকার জীবন যাপন করছে। আমাদের ৪ দফা দাবিপূরণ হলে দেশের যুবকদের সমস্যা অনেকটাই লাঘব হবে।”
মানববন্ধনে দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ন্যাশনাল গ্রীণ পার্টি লিডার আলম চৌধুরী, ডেপুটি লিডার ইকবাল আমিন, কেবিনেট সদস্য এ্যাড. মীর মোজাম্মেল হোসেন মিলন, ডা. আব্দুর রাজ্জাক, আন্তনী ডি কস্তা, শামসুজ্জামান রাকিব, ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, টেলি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিক্যাব)’র আহ্বায়ক মুর্শিদুল হক, ন্যাশনাল সার্ভিস পরিষদের সভাপতি আতিক হাসান রাজা, আপন খালিদ, আনসার। আরো বক্তব্য রাখেন যুব শক্তির কেন্দ্রীয় নেতা মহিবুল্লাহ চৌধুরী, জিয়াউর রহমান, জামাল উদ্দিন রাসেল, ফেরদৌস জিন্নাহ লেলিন, এন. ইউ. আহমেদ, মারুফ সরকার, শহীদুল আলম, মোঃ রকি, মোহাম্মদ বিন আজিজ, সৌরভ হোসেন বেলাল প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here