
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): আজ ২৩ ডিসেম্বর ২০২০ বুধবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় স্বাধীনতা পার্টির উদ্যোগে “মহান দিবসে বর্তমান প্রেক্ষাপট ও আগামী দিনে বঙ্গবন্ধুর বাংলাদেশ শীর্ষক আলোচনা ও সমাবেশ” অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক বলেন, “বঙ্গবন্ধুর সৃষ্টি না হলে আমরা এত অল্প সময়ে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। হৃদয়ে তখনই রক্তক্ষরণ ঘটে যখন দেখি বিজয়ের মাসেই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে অপরাজনীতি কেউ কেউ করে। যারা বঙ্গবন্ধুকে নিয়ে অপরাজনীতি করে তাদের চিহ্নিত করা এখন সময়ের দাবী।”
সভাপতির বক্তব্যে জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু বলেন, “ বিজয় অর্জনের চেয়ে টেকসই করাই লক্ষ্য থাকা উচিত। বাংলাদেশ ও বঙ্গবন্ধু একই সূত্রে গাঁথা। অসাম্প্রদায়িক-স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ অক্ষুন্ন রাখতে বঙ্গবন্ধুর আদর্শের বিকল্প নাই। স্বাধীনতার ৪৯ তম বছরে এসে আজকে যারা বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে আপত্তি তোলে তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি। আমরা ভাস্কর্য ভাংচুরে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আগামী দিনে একটি স্বনির্ভর উন্নত বাংলাদেশ বির্নিমাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বাংলাদেশ বিরোধী শক্তিকে শক্তভাবে মোকাবেলা করতে হবে।”
মিজানুর রহমান মিজু জাতীয় স্বাধীনতা পার্টির পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম. এ. জলিল, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান বঙ্গদ্বীপ এম. এ. ভাসানী, এনডিপি’র মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, ওলামা লীগের সদস্য সচিব মুফতি মাসুম বিল্লাহ, প্রজন্ম ৭১’র মহাসচিব ইকবাল হোসেন স্বপন, জনতা ফ্রন্টের সভাপতি দীপু মীর, আওয়ামী প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান, কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান আনিসুর রহমান দেশ, জাতীয় স্বাধীনতা পার্টির উপদেষ্টা আলাউদ্দিন গোলন্দাজ, প্রীতি শারমান, সিনিয়র যুগ্ম মহাসচিব দীপক কুমার পালিত, ঢাকা দক্ষিণের সভাপতি মাহবুবুর রহমান, নারী নেত্রী এলিজা রহমান প্রমুখ।






