
ডেইলি গাজীপুর প্রতিবেদক: রাজধানীতে শুরু হল বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের আয়োজনে বিসিক কর্মকর্তাদের ‘লিডারশীপ ডেভলপমেন্ট’ শীর্ষক ৩ দিনব্যাপী এক আবাসিক প্রশিক্ষণ কর্মশালা। মঙ্গলবার সকালে উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটি মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
বিসিক কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি প্রিজম প্রকল্পের একটি চলমান প্রক্রিয়া। বিসিকের বিভিন্ন শিল্প সহায়ক কেন্দ্রে কর্মরত কর্মকর্তাদের এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে যাতে তাদের মধ্যে নেতৃত্ব তৈরী হয়, দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি পায়। এ প্রশিক্ষণ কোর্সে সাকসেস এন্ড ফেলিউর অব লিডারশীপ, মর্ডান লিডারশীপ, কি এলিমেন্ট অব লিডারশীপ, কমিউনিকেশন এন্ড লিডারশীপ, লিডারশীপ কেস স্টাডিসহ লিডারশীপ ডেভলপমেন্ট সংক্রান্ত যাবতীয় বিষয় অন্তভ‚ক্ত রয়েছে। প্রশিক্ষণার্থীগণ একাডেমিক সেশনের পাশাপাশি লিডারশীপ সংক্রান্ত বাস্তব ধারণা লাভ করবেন।
এ প্রশিক্ষণে বিসিকের ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এর আগে আরো ২০ কর্মকর্তাকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। এটি পরিচালনা করছেন প্রিজম প্রকল্পের সিনিয়ার এক্সপার্ট ফেরদৌস আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেত ও স্কিটির অধ্যক্ষ মোঃ শফিকুল আলম।
৭ জানুয়ারী পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা চলবে। প্রশিক্ষণ শেষ অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেয়া হবে।
