বীরত্ব গাঁথা মাহেরীন চৌধুরী

0
60
728×90 Banner

কাজী ছাব্বীর

চোখের জলে গাল ভাসেনি
এমন কি আছে কেউ ?
শত প্রাণ ঝরে গেল
দেখেছি রক্ত বন্যার ঢেউ!

নিরপরাধ শিশুদের প্রাণ ঝরেছে
ছুটির খানিকটা আগে

সন্তান আনতে স্কুলে যায় ছুটে
কেউ রিকশসায় কেউ বা টেক্সিতে

বিমান বিধ্বস্ত হয়ে পরলো মাইলস্টোনের উপর
প্রাণে বাঁচতে ছাত্রছাত্রীদের ছোটাছুটি মরন কামড়

মুহুর্তের মধ্যেই লাশের গন্ধ
আকাশ বাতাস ভারী
কার আগে কে বের হবে ছুটছে এলোপাতাড়ি

“পিতার কাঁধে সন্তানের লাশ কতটা যে ভারী হয়
বুঝে সে-জন…….

সন্তান হারানোর বেদনায় কেঁদে..কেঁদে..রাত পোহায়
যে-জন…..”

মানবতায় বীরত্ব গাঁথা শিক্ষিকা মাহেরিন চৌধুরী

মৃত্যু নিশ্চিত জেনেও মায়ের মমতায়
অগ্নিকুণ্ডলীতে

শিশুদের বাঁচাতে বারংবার ছুটে চলেছেন তিনি

মৃত্যুকে আলিঙ্গন করে শিক্ষার্থীদের উদ্ধার করলেন যিনি

নীলফামারীর গর্ব মাইলস্টোনের শিক্ষিকা মাহেরিন চৌধুরী

দুটি সন্তানকে এতিম করে হায় চলে গেলেন……
না ফেরার ওই দেশে

রোজ হাশরে স্বামী সন্তানদের সামনে তাকে হাজির করিও….
হে মাবুদ…….
জান্নাতিদের বেশে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here