বৃষ্টি ভেজা ঈদ বিনোদন

0
211
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ঈদের নামাজ আদায় আর ফিরনি-পায়েস খাওয়া শেষে বৃষ্টি উপেক্ষা করেই বিনোদন কেন্দ্রের দিকে ছুটেছেন শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ। তবে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে বিনোদনকেন্দ্রমুখীদের অনেককে কাঁকভেজা হতে হয়েছে। আবার বিশ্বকাপ ক্রিকেটে বেলা সাড়ে ৩টায় ভারত-দক্ষিণ আফ্রিকা এবং সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ-নিউ জিল্যান্ডের ম্যাচ বিনোদনপ্রেমীদের খানিকটা ঘরমুখী করেছে বলে মনে করছেন বিনোদন কেন্দ্রের ব্যবস্থাপকরা। গত বুধবার ঢাকাসহ দেশের অনেক জায়গায় বৃষ্টির মধ্যেই ঈদের নামাজ আদায় করতে হয়েছে। এর পরই ঢাকার বাসিন্দাদের অনেকে ছোটেন শিশু পার্ক, চিড়িয়াখানাসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে। ঢাকার শ্যামলী এলাকায় দুপুর ১টার দিকে ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডে (সাবেক শিশুমেলা) গিয়ে দেখা যায়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে শত শত শিশু, কিশোর-কিশোরী সেখানকার বিভিন্ন রাইডে চড়ছে। মেরি গো রাউন্ড, চুক চুক ট্রেন, ওয়ান্ডার হুইল, প্যারাট্রুপার, হানিসুইং, সোয়ান অ্যাডভেঞ্চার, বাম্পার কার, টুইস্ট, স্পেস শ্যাটল, মিনি রোলার কোস্টারের মতো রাইডগুলোতে চড়ে উচ্ছ¡সিত দেখা যায় তাদের। এই বিনোদন কেন্দ্রের প্রবেশ মূল্য ৩০ টাকা, আর রাইডগুলোতে চড়তে প্রতিটির জন্য দিতে হয় ৫০ টাকা করে। সাত বছর বয়সী ছেলে ও পাঁচ বছরের মেয়েকে নিয়ে ওয়ান্ডারল্যান্ডে ঘুরতে আসা শ্যামলীর বাসিন্দা সাদিয়া আফরিন বলেন, এই শিশুমেলায় কমবেশি সব উৎসবেই বাচ্চাদের নিয়ে আসেন তিনি। বিভিন্ন রকম রাইড থাকায় শিশুরা এখানে অনেক আনন্দ পায়। “এবার বৃষ্টির সুবিধাও আছে। অন্যথায় এখানে ভিড়ের কারণে হাঁটা চলা করা কষ্ট হয়ে যেত। এবার বেশ সাচ্ছন্দ্যে বাচ্চাদের অনেকগুলো রাইডে তুলেছি,” সাদিয়া যখন একথা বলছিলেন, বৃষ্টি তখন খানিকটা বেড়ে গিয়েছিল। সাপ্তাহিক ছুটির বিরতি ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে শ্যামলীর এই শিশু কিশোর বিনোদন কেন্দ্রটি।
ওয়ান্ডারল্যান্ডের ব্যবস্থাপক এবিএম মোয়াজ্জেম হোসেন বলেন, ঈদ কিংবা অন্য কোনো উৎসব ও জাতীয় ছুটির দিনে এই বিনোদন কেন্দ্রে আরও বেশি দর্শনার্থী থাকে। বৃষ্টির কারণে আজ উপস্থিতি অনেক কম। “এবার বৃষ্টি মাথায় করে ঈদ এসেছে। আবার আজকেই ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসহ দুটি ম্যাচ। এই দুটি কারণে দর্শনার্থীর উপস্থিতি কম। অন্য সময় দৈনিক হাজার পাঁচেক দর্শনার্থী আসলেও আজ দুই হাজার হয় কি না সন্দেহ,” বলেন তিনি। দিনভর টানা বৃষ্টির কারণে হাতিরপুল, ঝিগাতলা, বকশীবাজার, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শেষ বেলায় বৃষ্টি খানিকটা থামলেও বিকালে আবারও মেঘাচ্ছন্ন হয় আকাশ। বৃষ্টির কারণে রাজধানীর রাস্তাঘাটও ছিল বেশ ফাঁকা। তবে তুলনামূলক বেশি দর্শনার্থীর সমাগম ঘটেছে রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন এলাকায়। বিকালে চিড়িয়াখানায় গিয়ে দেখা যায়, শত শত দর্শনার্থী সেখানে প্রবেশ করছেন। বৃষ্টি থেকে বাঁচতে তাদের অনেকেই বাড়ি থেকে সঙ্গে করে নিয়ে এসেছেন ছাতা। হুমায়রা নামে শেওড়াপাড়ার এক বাসিন্দা বলেন, এই বৃষ্টিতে বের হওয়ার কোনো ইচ্ছাই তার ছিল না। তবে গুরুত্বপূর্ণ এক বন্ধুকে এই ঈদে সাথে পাওয়ায় চিড়িয়াখানার মতো একটা খোলামেলা জায়গায় ঘুরতে এসেছেন তিনি। চিড়িয়াখানায় শিশু-কিশোর বয়সী দর্শনার্থীদের উপস্থিতিই বেশি দেখা যায়। অনেক অভিভাবক তাদের শিশুদের নিয়ে ঘুরতে আসেন সেখানে। রোববার সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে চিড়িয়াখানার দ্বার। চিড়িয়াখানার তথ্য কর্মকর্তা ওলিউর রহমান বলেন, “বৃষ্টির কারণে আজকে উপস্থিতি অনেক কমে গেছে। আজ ঈদের দিনে দর্শনার্থীর সংখ্যা সর্বোচ্চ ১৫ হাজার হতে পারে। ”

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here