
আবির হোসাইন (শাহিন) বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় আব্দুল কুদ্দুস ভুইয়া (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানের এক যাত্রী।
বুধবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর ত্রিমোহনী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত কুদ্দুস ভুইয়া উপজেলার রাজাপুর ইউনিয়নের মৃত রিয়াজ উদ্দিন ভুইয়ার ছেলে। আহত বাদল ঘোষকে (৫৬) উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী রাজাপুর গ্রামের আল মাহমুদ জানান, রাজাপুর থেকে যাত্রী নিয়ে ভ্যানচালক কুদ্দুস ভুইয়া সমেশপুর ত্রিমোহনী এলাকায়
সিরাজগঞ্জ-বেলকুচি সড়কে উঠছিলেন। এ সময় বেলকুচি থেকে সিরাজগঞ্জগামী এএস পরিবহণের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক কুদ্দুস মারা যান। আহত হন যাত্রী বাদল ঘোষ। পরে স্থানীয়রা আহত বাদল ঘোষ কে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।






