
ডেইলি গাজীপুর প্রতিবেদক: মানহানির ভয় দেখিয়ে অভিনব কায়দায় চাঁদাবাজির সাথে জড়িত ভূয়া সাংবাদিক দম্পতিসহ চাঁদাবাজ চক্রের মোট ০৫ জন সক্রিয় সদস্যকে রাজধানীর উত্তরা হতে গ্রেফতার করেছে র্যাব-১।
জানাযায়, গত ২৩ এপ্রিল ২০১৯ সন্ধ্যা সাড়ে ৬টায় র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ৬নং সেক্টরস্থ আলাওল এভিনিউ এলাকায় বর্ণিত চাঁদাবাজ চক্রের কতিপয় সদস্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি উত্তরা পূর্ব থানাধীন ৬নং সেক্টরস্থ আলাওল এভিনিউ, নস্ট্রাম ডায়াগনস্টি সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য ১) মোঃ রাসেল হাওলাদার ওরফে রাসেল হাসান ওরফে হাসান (২৯), পিতা- মোঃ হাশেম হাওলাদার, মাতা- সানোয়ারা বেগম, সাং- চরপত্তনীভাঙ্গা, ডাকঘর- কাওরিয়া, থানা- হিজলা, জেলা- বরিশাল, বর্তমান ঠিকানা- ওয়ার্ড নং-০১, আইনুশবাগ, দক্ষিণখান, ডিএমপি, ঢাকা, ২) মোঃ মানিক হোসেন (২২), পিতা- আব্দুল মান্নান, মাতা- রোকেয়া বেগম, সাং- সাদুরখিল, ডাকঘর- খিলপাড়া, থানা- চাটখিল, জেলা- নোয়াখালী, বর্তমান ঠিকানা- রিয়াজউদ্দিন রোড (হাকিম মোল্লার বাড়ির ভাড়াটিয়া), নগরী বাড়ী, দক্ষিণখান, ডিএমপি, ঢাকা, ৩) মোঃ মোখলেছার রহমান ওরফে জনি (২৫), পিতা- মোকছেদ মিয়া, মাতা- মোছাঃ রেহানা খাতুন, সাং- কাছদহ, থানা- নবাবগঞ্জ, জেলা- দিনাজপুর, বর্তমান ঠিকানা- মধ্যপাড়া (বাদশা মিয়ার ভাড়াটিয়া), দক্ষিণখান, ডিএমপি, ঢাকা, ৪) মোছাঃ সালমা আক্তার (২১), মোঃ রাসেল হাওলাদার ওরফে রাসেল হাসান ওরফে হাসান (২৯), মাতা- পারভীন বেগম, সাং- ঘটলাবাগ, থানা- চাটখিল, জেলা- নোয়াখালী, বর্তমান ঠিকানা- বাড়ী নং-১৬৫, কলেজ রোড, আইনুলবাগ, দক্ষিণখান, ডিএমপি, ঢাকা এবং ৫) মোছাঃ আছমা আক্তার (২১), পিতা- মোঃ সিদ্দিকুর রহমান, মাতা- পারভীন বেগম, সাং- ঘটলাবাগ, থানা- চাটখিল, জেলা- নোয়াখালী, বর্তমান ঠিকানা- বাড়ী নং- ১৬৫, কলেজ রোড, আইনুলবাগ, দক্ষিণখান, ডিএমপি, ঢাকা’দেরকে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ০৪ টি মোবাইল ফোন, নগদ ৬,১৫০/- টাকা, ০২ টি হাতঘড়ি, ০১ টি মোটরসাইকেল, ০২ টি দাওয়াত কার্ড ও বিভিন্ন পত্রিকার অসংখ্য পেপার ক্লিপিং উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ রাসেল হাওলাদার ওরফে রাসেল হাসান ওরফে হাসান’কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তার জন্মস্থান বরিশালে এবং সে বিগত ১৯ বছর যাবৎ ঢাকায় বাস করছে। সে এই চক্রের মূল হোতা। তার নির্দেশেই চক্রের অন্যান্যরা বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বনামধন্য ব্যক্তিদের নিকট হতে চাঁদাবাজি করে থাকে। পড়াশোনায় সে উচ্চ মাধ্যমিকের গন্ডি পার হতে না পারলেও নিজেকে একজন গ্রাজুয়েট হিসেবে পরিচয় দেয়। তার নিজ এলাকায় ও ঢাকাতে একাধিক স্ত্রী আছে বলে জানা যায়। ঢাকায় তার বর্তমান স্ত্রী সালমা আক্তার ও শ্যালিকা আছমা আক্তার তার বিভিন্ন অপারাধকর্মে সহযোগীতা করে থাকে। শুরুতে ধৃত আসামী ৫/৬ বছর গার্মেন্টস সেক্টরে চাকুরী করে। এরপর সে উত্তরা বাণী, স্বাধীন সংবাদ, নতুন দিক, উত্তরা টাইমস, শ্যামল বাংলা ইত্যাদি বিভিন্ন স্থানীয় সংবাদপত্রে সংবাদকর্মী হিসেবে কাজ করে বলে জানায়। বর্তমানে সে সরেজমিন নামক একটি স্থানীয় দৈনিক পত্রিকায় কর্মরত। তার স্ত্রী ও শ্যালিকাকে সে টার্গেটকৃত ব্যক্তিদের নিকট প্রেরণ করে এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করে অন্যথায় ইভটিজিং ও নারী নির্যাতন মামলার করার ভীতি প্রদর্শণ করে।
এছাড়াও তারা বিভিন্ন প্রতিষ্ঠানের বিনা অনুমতিতে বিভিন্ন স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ঐ প্রতিষ্ঠানগুলো থেকে জোড়পূর্বক টাকা আদায় করে থাকে। তাদের কাঙ্খিত টাকা প্রদান না করলে ধৃত আসামী মোঃ রাসেল হাওলাদার ওরফে রাসেল হাসান ওরফে হাসান নিজেকে বিভিন্ন পত্রিকার সম্পাদক পরিচয় দিয়ে সংবাদপত্রে কুরুচিপূর্ণ ও মানহানিকর সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করে থাকে থাকে। তার বিরুদ্ধে বরিশালের মুলাদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ০১টি এবং মিরপুর থানায় জাল নোট পাচারের জন্য ০১টি মামলা চলমান আছে বলে জানা যায়। এছাড়াও ধৃত অপর আসামী মোঃ মানিক হোসেন ও মোঃ মোখলেছার রহমান ওরফে জনি এই চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন প্রতিষ্ঠান হতে জোড়পূর্বক টাকা আদায়ের কাজ করে থাকে বলে জানায়। উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
