মহাখালী থেকে দুই জেএমবি সদস্য আটক

0
357
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর মহাখালী জলখাবার রেস্টুরেন্ট সংলগ্ন কাঁচাবাজার থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে আটক করেছে এলিট ফোর্স র‍্যাব-২ এর একটি দল।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২) এর মেজর শেখ নাজমুল আরেফিন আজ বুধবার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটককৃত এই দুই জেএমবি সদস্যরা হলেন- রুহুল আমিন ওরফে মল্লিক (৩৮) ও তার সহযোগী মোস্তাফিজুর রহমান (৬৩)। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী বইয়ের ফটোকপি ৪০ সেট, দুইটি কম্পিউটার সিপিইউ, একটি পেনড্রাইভ,সীম কার্ড ৭টি ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
মেজর শেখ নাজমুল আরেফিন জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশান থানার জিএ-৩/৪, মহাখালি জনখাবার রেস্টুরেন্ট সংলগ্ন কাঁচাবাজার একটি দোকানের সামনে থেকে জেএমবি সদস্য রুহুল আমিন ওরফে মল্লিক ও তার সহযোগী মো: ইদ্রিস মোস্তাফিজুর রহমানকে গোপনে অভিযান চালিয়ে আটক করা হয়।পরবর্তীতে মঙ্গলবার মধ্যরাতে আটক জঙ্গি সদস্য মো: ইদ্রিসের দেওয়া তথ্য মতে র‍্যাব-২ এর সদস্যরা তার মিরপুর সেকশন-১২ বক্ল-সি, রোড-১৮ বাসা-২৭ পল্লবী,ঢাকা তল্লাশী চালিয়ে ৬টি উগ্রবাদী বই ও ৪টি মোবাইল উদ্বার করা হয়।
এদিকে, এলিট ফোর্স র‍্যাব-২ এর সিনিয়র এএসপি জাহিদ আহসান আজ বুধবার জানান, ধৃত জেএমবি সদস্য রুহুল আমিনের পিতার নাম মো: তাহের আলী, মাতা আমেনা। টাঙ্গাইল জেলার সখীপুর থানার ইছাদিঘী গ্রামে তার বাড়ি। বর্তমানে জিএ-৩/৪, মহাখালি জনখাবার রেস্টুরেন্ট সংলগ্ন কাঁচাবাজার গুলশান,ঢাকা এবং তার সহযোগী মোস্তাফিজুর রহমান (৬৩) পিতা মো: ইদ্রিস। সেকশন-১২ বক্ল-সি, রোড-১৮ বাসা-২৭ পল্লবী,ঢাকাকে আটক করা হয়।
প্রাথমিক জিঞ্জাসাবাদে ধৃত দুই জেএমবি সদস্যরা র‍্যাবকে জানান, মোস্তাফিজুর রহমান ১৯৯৯ সালে অপর এক সদস্যদের মাধ্যকে জেএমবি সদস্যপদ লাভ করে। পরবর্তীতে জেএমবি সংগঠন নিষিদ্ধ হওয়ার পর সে গা ঢাকা দেয়।
র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, পরর্তীতে তারা গোপনে জেএমপির সদস্য সংগ্রহ সংখ্যা বাড়ানো, দলকে শক্তিশালী করার জন্য ঢাকার বিভিন্ন স্থানে তারা গোপনে মিলিত হত। এছাড়া সদস্য পদ সংগ্রহ, ফ্রান্ড আদায়, তহবিল গঠন, ভবিষ্যত পরিকল্পনা, আলোচনাসহ অন্যকে জঙ্গি সংগঠনের আসার জন্য আহবান করতো তারা।এছাড়া তাদের অন্য সহকর্মীদের সাথে যোগাযোগ স্থাপন সহ গোপন বৈঠক করতো। এবিষয়ে ধৃত দুই জেএমবির সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইননানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানান মেজর শেখ নাজমুল আরেফিন ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here