মহান স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের বিভিন্ন কর্মসূচি পালন

0
241
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে সকাল ৮টায় সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ১০ টায় ৩২ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন, সংগঠনের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার, প্রচার সম্পাদক এডভোকেট খান চমন-ই-এলাহী, নির্বাহী সদস্য মোঃ মাসুদ আলম, সদস্য পলাশ চৌধুরী, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ নাদিকুল ইসলাম, প্রিয়াঙ্কা ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ হুমায়ুন কবির প্রমুখ। সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতি অর্জন করেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতার লক্ষ্য ছিল, মানুষের মানবিক মর্যাদা, সাম্য, ন্যায্যতা, গণতন্ত্র, সুশাসনসহ উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু পরিতাপের বিষয়, ১৯৭৫ সালে ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর স্বাধীনতার লক্ষ্য, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ছিল ভুলন্ডিত। ফলে বঙ্গবন্ধুর সোনার বাংলা উন্নত বাংলাদেশ দীর্ঘ ৪৮ বছরেও প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি।বর্তমানে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিরলসভাবে সততা ও দক্ষতার সাথে কাজ করছে। তিনি সকলকে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত হয়ে সততা ও দেশপ্রেমের সাথে স্বীয় দায়িত্ব পালন করার আহ্বান জানান।
দুপুরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ৫১,৫১/এ পুরানা পল্টন ঢাকায় ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধে ও ১৯৭৫ এর ১৫ই আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিকেল ৪টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ৫১, ৫১/এ পুরানা পল্টন ঢাকায় ‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও দেশবরেণ্য বুদ্ধিজীবীগণ আলোচনায় অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here