মাদাগাস্কারে স্বাধীনতা দিবসের সমাবেশে পদপিষ্ঠে ১৬ জন নিহত

0
285
728×90 Banner

ডেইলি গাজীপুর আন্তর্জাতিক ডেস্ক : মাদাগাস্কারে গত বুধবার পদপিষ্ঠ হয়ে কমপক্ষে ১৬ নিহত ও আরো অনেকে আহত হয়েছে। দেশটির রাজধানী আন্তানানারিভোর একটি স্টেডিয়ামে জাতীয় স্বাধীনতা দিবস উদযাপনে আয়োজিত এক সমাবেশে এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর এএফপি’র। এএফপি’র সাংবাদিকরা জানান, ১৬ জনের লাশ নগরীর এইচজেআরএ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এদের মধ্যে তিন শিশু রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহামাসিনা স্টেডিয়ামের বাইরে দুপুরের পর এ দুর্ঘটনা ঘটে। জাতীয় স্বাধীনতা দিবস পালন উপলক্ষে ঐতিহ্যবাহী সামরিক কুচকাওয়াজের পর কনসার্ট দেখার জন্য সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। সামরিক কুচকাওয়াজ শেষ হওয়ার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা কনসার্ট দেখার জন্য আসা লোকজনকে স্টেডিয়ামের ভিতরে যাওয়ার জন্য সেটির বিভিন্ন প্রবেশ পথ খুলে দেয়। এতে একসাথে হুড়োহুড়ি করে হাজার হাজার লোক স্টেডিয়ামে প্রবেশের জোর চেষ্টা চালালে সেখানে এ পদপিষ্ঠের ঘটনা ঘটে। মাদাগাস্কার প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়িলিনা এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here