মানবকল্যাণের জন্য সুশিক্ষায় শিক্ষিত হতে হবে–জাহিদ আহসান রাসেল

0
455
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, মানবকল্যাণের জন্য সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, ‘শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলায় গুরুত্ব দিতে হবে। তবেই শিক্ষার্থীদের পূর্ণ মেধার বিকাশ ঘটানো সম্ভব হবে।’
শুক্রবার বিকালে টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ, নবীনবরণ ও শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু সার্টিফিকেট অর্জনের জন্য পড়াশোনা না করে মানবকল্যাণের জন্য সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।’
প্রতিষ্ঠানের অধ্যক্ষ ওয়াদুদুর রহমানের সঞ্চলনায় এবং গভর্নিং বডির সভাপতি আজমত উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ওসমান আলী, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কাজী মোহাম্মদ সেলিম, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আজহার উদ্দিন, টঙ্গী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদিন, মহিলা কাউন্সিলর রাখী সরকার, শিক্ষক প্রতিনিধি আলতাফ হোসেন, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের অভিভাবক ফোরামের যুগ্ম আহবায়ক আজাহারুল ইসলাম বেপারী, অভিভাবক সদস্য শাহজাহানসহ শিক্ষক, প্রতিনিধি ও অভিভাবকবৃন্দ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here