মান্দায় কাঁশোপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াদ আলী আর নেই 

0
315
728×90 Banner

অসীম কুমার দাস (নওগাঁ প্র‌তি‌নি‌ধি) :নওগাঁর মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহসভাপতি ইয়াদ আলী মন্ডল আর নেই (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পরিবার সুত্রে জানা গেছে, সাবেক চেয়ারম্যান ইয়াদ আলী কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। এ অবস্থায় গত সোমবার তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ওইদিন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে মঙ্গলবার সকালে মারা যান তিনি। দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here