মান্দায় প্রধানমন্ত্রীকে নিয়ে কুটক্তি যুবক গ্রেপ্তার

0
222
728×90 Banner

অসীম কুমার দাস (মান্দা প্রতিনিধি) : নওগাঁর মান্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম এজাজ আহমেদ পায়েল (১৯)। তিনি মান্দা সদর ইউনিয়নের দোসতি গ্রামের মজিবর রহমানের ছেলে ও মান্দা মমিন শাহানা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। ঘটনায় একই কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান বাদি হয়ে পায়েলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত এজাজ আহমেদ পায়েল মান্দা মমিন শাহানা সরকারি কলেজের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী। গত ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর একটি লেখা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এতে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া আশঙ্কা দেখা দেয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ছাত্রদলের কর্মী পায়েলকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here