মান্দায় প্রাণিসম্পদের প্রদর্শনী

0
311
728×90 Banner

অসীম কুমার দাস (মান্দা প্রতিনিধি): নওগাঁর মান্দায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ‘প্রানিসম্পদ প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় বুধবার দিনব্যাপি মান্দা এসসি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ ইমাজ উদ্দিন প্রামাণিক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য চন্দ্র। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সামসুন্নাহার ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, উপজেলা প্রকৌশলী শাইদুল ইসলাম মিঞা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন শায়লা শারিমন, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়ছার হাবীব, উপজেলা ডেইরী ফার্মার্স এ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন কুমার মৈত্র, খামারী জহুরুল হক প্রমুখ।
প্রদর্শনীতে ৩৪টি ষ্টল অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে প্রদর্শনীতে অংশ নেওয়া ষ্টলগুলোর মাধ্যে ৩ ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here