‘মিসম্যাচ-২’ -এর ট্রেলার এ উদ্দাম যৌনতার দৃশ্যে

0
202
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: নেটদুনিয়ায় মুক্তি পেল রিয়া সেন অভিনীত ‘মিসম্যাচ ২’-এর ট্রেলার। মজাদার গপ্পো তো বটেই! তার সঙ্গে উদ্দাম যৌনতার দৃশ্যে ভরপুর। গল্পের বালাই রয়েছে কি না তা বোঝা না-গেলেও ছোট পোশাক, অন্তরঙ্গ দৃশ্য, হট-অন্তর্বাসে যৌন হাতছানি, অনর্গল সেক্স, বেডরুম সিনে মাখামখি ‘মিসম্যাচ ২’-এর ট্রেলার। সংলাপে টানটান উত্তেজনা। দুই জুটির প্রেম ও যৌনজীবন নিযে তৈরি হয়েছে ‘মিসম্যাচ-২’। এখানে রিয়া সেন অভিনয় করেছেন অন্যতম ভ‚মিকায়। তাকে অন্তর্বাস থেকে শুরু করে দেখা যাবে উদ্দাম যৌন দৃশ্যেও। আর এর ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই আলোচনার ঝড় শুরু হয়েছে।
অনেকে এর সমালোচনাও করছেন। রিয়া সেন এর আগেও খোলামেলা রুপে ক্যামেরার সামনে এসেছেন। তবে ‘মিসম্যাচ-২’ এ অন্যরকম এক রিয়াকেই দেখা যাবে। এমন যৌন দৃশ্যে তাকে আগে আর দেখা যায়নি। আর রিয়ার এমন উপস্থিতিই এর অন্যতম চমক হিসেবে মানছেন অনেকে। রিয়া বলেন, এর গল্পের প্রয়োজনেই আসলে যৌন দৃশ্যে কাজ করতে হয়েছে। অনেকে এটা বাড়াবাড়ি বলতে পারেন। কিন্তু আমার কাছে ঠিকই মনে হয়েছে। আমার বিশ্বাস ‘মিসম্যাচ-২’ আনন্দ দেবে সবাইকে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here