মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে ১০টি রেস্তোরাঁকে ২৬ লাখ টাকা জরিমানা 

0
191
728×90 Banner

এস,এ,মনির হোসেন জীবন : রাজধানীর আশকোনা হজক্যাম্প ও দক্ষিণখানের এলাকায় বিভিন্ন খাবার হোটেল-রেস্তোরাঁয় পচা-বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে ১০টি রেস্তোরাঁকে ২৬ লাখ টাকা জরিমানা করেছে এলিট ফোর্স র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় ভাইভাই রেস্টুরেন্টের মো. জামাল, সাইদুর রহমান ও সাগর নামে তিন ব্যক্তিকে ছয় মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া একটি রেস্তোরাঁ সিলগালা (বন্ধ) করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত আশকোনা হজক্যাম্প ও দক্ষিণখানের বিভিন্ন রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চালানো হয়।
এলিট ফোর্স র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম এই অভিযানে নেতৃত্ব দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম আজ জানান, রাজধানীর আশকোনা ও হজক্যাম্প এলাকার রেস্তোরাঁ গুলোতে মেয়াদোত্তীর্ণ, পচা-বাসি খাবার দেখতে পাই আমরা। এছাড়াও তাদের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ পনির, দুধ, পচা মাংস ও বাসি পোলাও পাওয়া গেছে। এ কারণে ১০টি রেস্তোরাঁকে ২৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, আশকোনা হাজক্যাম্প এলাকার ভাই ভাই রেস্টুরেন্টটি সিলগালাসহ তিন জনকে ছয় মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো- নিউ বাংলা খাবার হোটেল, ভাই ভাই রেস্টুরেন্ট, এসো কিছু খাই রেস্টুরেন্ট, আলিফ কিচেন অ্যান্ড পার্টি সেন্টার, নিউ পারভিন রেস্টুরেন্ট, থ্রি স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, হলিডে এক্সপ্রেস, মক্কা রেস্তোরাঁ, বিসমিল্লাহ্ রেস্তোরাঁ ও ওয়ান্ডার ইন রেস্তোরাঁ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here