রাঙ্গামাটি পৌরসভা নির্বাচন : প্রার্থীদের আচরণ বিধি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

0
170
728×90 Banner

রাঙ্গামাটি প্রতিনিধি : আগামী ১৪ ফেব্রুয়ারি-২০২১ প্রথম বারের মত ইভিএম এর মাধ্যমে রাঙ্গামাটি পৌরসভায় সাধারন নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার রাঙ্গামাটি পৌরসভায় নৌকা মার্কার বর্তমান মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরৗ (বাংলাদেশ আওয়ামী লীগ), কোদাল মার্কার মোঃ আব্দুল মান্নান রানা (বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি), লাঙ্গল মার্কার প্রজেস চাকমা (জাতীয় পাটি-এরশাদ), ধানের শীষ মোঃ মামুনুর রশিদ (বিএনপি) ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক (সদ্য বহিস্কৃত) মোবাইল মার্কার অমর কুমার দে (স্বতন্ত্র)সহ ৫ জন মেয়র প্রার্থী।
এছাড়া রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে সংরক্ষিত (মহিলা) আসনে ১ (১,২,৩) নং ওয়ার্ডে রুপসী দাশ গুপ্তা, ছালেহা আক্তার, জয়শ্রী দে, জয়তুন নুর বেগম, জোসনা বেগম, ২ (৪,৫,৬) নং ওয়ার্ডে অন্তরা সেন, নাসিমা বেগম, নির্মলা বেগম, মোর্সেদা আক্তার, রাবেয়া বেগম, রোকসানা আক্তার, লাকী চাকমা, ৩ (৭,৮,৯) নং ওয়ার্ডে জুবায়তুন নাহার, পূর্ণিমা বড়–য়া, প্রজ্ঞা জ্যোতি চাকমা, বাবলী ইয়াসমীন, মনিকা আক্তার, মিস মুক্তা আক্তার ও সীমা দেওয়ান। ১৯জন সংরক্ষিত কাউন্সিলর পদ প্রার্থী।
এদিকে রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে মো. হেলাল উদ্দীন, মিজানুর রহমান চৌধুরৗ, ২ নং ওয়ার্ডে আব্দুল মালেক, মো. করিম আকবর, মো. মোসলেহ উদ্দীন ও রতন দেব, ৩ নং ওয়ার্ডে নেয়াজ আহমেদ, পুলক দে, বিপ্লব দাশ, বিমল বড়–য়া, মামুন, সুশীল জীবন চাকমা, ৪ নং ওয়ার্ডে নুরন্নবী, মো. ওমর ফারুক (আলমগীর), মো. বেলাল হোসেন, মো. মিজানুর রহমান বাবু, মো. শহীদ চৌধুরৗ, মো. সাইফুল আলম রাশেদ, ৫ নং ওয়ার্ডে অজিত দাশ, আশীষ কুমার আসাম, গোপাল তঞ্চঙ্গ্যা, বাচিং মারমা, মো. তোহিদুল আলম মামুন, মো. নুরুল আবছার, ৬ নং ওয়ার্ডে পলাশ কুসুম চাকমা, মো. আলমগীর, মো. জালাল সিকদার, রবি মোহন চাকমা, রবীন্দ্র চাকমা, সজীব চাকমা, ৭ নং ওয়ার্ডে জামাল উদ্দীন, মো. রবিউল আলম রবি, ৮ নং ওয়ার্ডে কালায়ন চাকমা, তরুন চাকমা, নয়ন রায়, বিমল বিশ^াস, মির্জা মাসুদ রানা ৯ নং ওয়ার্ডে চন্দ্রজিৎ দেওয়ান, বিদ্যুৎ আলো চাকমা, মো. নুরুল আলম, মো. রেজাউল করিম মিন্টু (মোল্লা), মো. বিল্লাল হোসেন ও সন্তোষ কুমার চাকমাসহ ৪২জন কাউন্সিলর পদ প্রার্থী।
রাঙ্গামাটি পৌরসভা সাধারন নির্বাচনে এবারই প্রথম অধিক সংখ্যক মেয়র, সংরক্ষিত ও সাধারন কাউন্সিলর পদে ৬৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।
গত ২৭ জানুয়ারি প্রতিক বরাদ্ধের পর থেকে মেয়র, সংরক্ষিত আসন ও সাধারন আসনের কাউন্সিলর পদপ্রার্থীরা নির্বাচনী প্রচারণায় মাঠে রয়েছে।
নির্বাচনী আচরণ বিধিমালা ৪। কোন প্রতিষ্ঠানে চাঁদা, অনুদান ইত্যাদি নিষিদ্ধ। কোন প্রার্থী বা প্রতিদ্বন্ধী প্রার্থী বা তাহার পক্ষ হইতে অন্য কোন ব্যাক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল নির্বাচন- পুর্ব সময়ে সংশ্লিষ্ট পৌরসভা বা পৌরসভাসমুহের এলাকায় অবস্থিত কোন প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোন প্রকার চাঁদা বা অনুদান প্রদান করতে বা প্রদানের অঙ্গীকার করতে পারবেন না।
৭ এর (ক) পথসভা ও ঘরোয়া সভা ব্যতীত কোন জনসভা বা শোভাযাত্রা করতে পারিবে না।
৭ এর (গ) প্রচারণার ক্ষেত্রে কোন প্রতিদ্বন্ধী প্রার্থী বা কোন রাজনৈতিক দল প্রতিপক্ষের পথসভা বা ঘরোয়া সভা বা অন্যান্য প্রচারাভিযান পন্ড বা উহাতে বাধা প্রদান করতে পারিবেন না।
১৬। গেইট, তোরণ বা ঘের নির্মান, প্যান্ডেল বা ক্যাম্প স্থাপন ও আলোকসজ্জাকরণ সংক্রান্ত বাধা-নিষেধ।- কোন প্রার্থী বা রাজনৈতিক দল কিংবা উহার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোন ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান- (ঘ) কোন সড়ক কিংবা জনগণের চলাচল ও সাধারন ব্যবহারের জন্য নির্ধারিত স্থানে নির্বাচনী ক্যাম্প বা অফিস স্থাপন করিতে পারিবেন না।
১৭। প্রচারণামুলক বক্তব্য, খাদ্য পরিবেশন, উপঢৌকন প্রদান সংক্রান্ত বাধা-নিষেধ ।- কোন প্রার্থী বা রাজনৈতিক দল কিংবা উহার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোন ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান- (খ) নির্বাচনী ক্যাম্পে ভোটারগণকে কোনরুপ পানীয় বা খাদ্য পরিবেশন করিতে পারিবেন না ; এবং (গ) ভোটারগণকে কোনরুপ উপঢৌকন, বকশিশ, ইত্যাদি প্রদান করিতে পারিবেন না।
কিন্তু বর্তমান মেয়র, সংরক্ষিত আসন ও সাধারন আসনের কাউন্সিলর পদপ্রার্থীরা এবং তাদের সমর্থকরা নির্বাচনী প্রচারকালিন বাংলাদেশ নির্বাচন কমিশনের পৌরসভা নির্বাচনী আচরণ বিধিমালা মানছেন না বলে তথ্য পাওয়া গেছে।
এছাড়া রাঙ্গামাটি পৌর এলাকার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদা, অনুদান, পথসভা ও ঘরোয়া সভা ব্যতীত, মিছিল করা, প্রতিপক্ষের পথসভায় বাধা প্রদান করা, সড়ক কিংবা জনগণের চলাচল ও সাধারন ব্যবহারের জন্য নির্ধারিত স্থানে নির্বাচনী ক্যাম্প স্থাপন করা নির্বাচনী ক্যাম্পে ভোটারগণকে পানীয় বা খাদ্য পরিবেশন করার অভিযোগের তীর নৌকা মার্কার বর্তমান মেয়র এবং মেয়র পদপ্রার্থীর দিকে। অন্যান্য রাজনৈতিক দলের প্রতিদ্বন্ধী মেয়র, সংরক্ষিত ও সাধারন কাউন্সিলর পদপ্রার্থীরা নির্বাচনের পরবর্তী সময়ে তাদের এবং পক্ষের ব্যক্তিদের বিরুদ্ধে মামলা-হামলার ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেনা। রাঙ্গামাটি পৌরসভা সাধারন নির্বাচন-২০২১ এর রিটানিং অফিসারের নিকট প্রার্থীরা উপস্থিত হয়ে মৌখিক বা মোবাইলে অভিযোগ দিচ্ছেন কিন্তু কোন প্রতিকার পাচ্ছেন বলে জানিয়েছেন কোদাল মার্কার মোঃ আব্দুল মান্নান রানা (বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি), ধানের শীষ মোঃ মামুনুর রশিদ (বিএনপি), মোবাইল মার্কার অমর কুমার দে (স্বতন্ত্র), ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ রবিউল আলম রবিসহ সংরক্ষিত ও সাধারন কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধী প্রার্থীরা।
সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রাঙ্গামাটি পৌরসভা সাধারন নির্বাচন-২০২১ এর রিটানিং অফিসার মোহাম্মদ শফিকুর রহমানসহ তার কার্যালয়ের উচ্চমান সহকারী মোহাম্মদ আলির রাঙ্গামাটি পৌরসভা নির্বাচন সংক্রান্ত রহস্যজনক ভুমিকা নিয়ে মেয়র, সংরক্ষিত ও সাধারন কাউন্সিলর প্রতিদ্বন্ধী প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া এবং নির্বাচন পরিচালনার ক্ষেত্রে উৎকণ্ঠা রয়েছে।
উল্লেখ্য, রাঙ্গামাটি পৌরসভা সাধারন নির্বাচন-২০২১ এর তফসিল ঘোষার পর নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালনের বিষয়ে দেখভাল করা জন্য ৩জন প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেয়া হলেও ১০ ফেব্রেুয়ারি পর্যন্ত কাউকে মাঠে দেখা যায়নি।
তবে এখনো পর্যন্ত রাঙ্গামাটি পৌরসভায় কোন ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।
সব কিছু ঠিক থাকলে ২০১৯-২০২০ সালের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ে রাঙ্গামাটি পৌরসভার সাধারন ৯টি ও সংরক্ষিত ৩টি ওয়ার্ডে, ৩১টি ভোটকেন্দ্রে অস্থায়ী ১৮টি, স্থায়ী ২০১ মোট ২১৯টি বুথে মহিলা ২৮৬৭১ ও পুরুষ ৩৪২৪২ মোট ৬২৯১৩ ভোটার ইভিএম এর মাধ্যমে ভোট প্রয়োগ করে আগামী ৫ বছরের জন্য তাদের রাঙ্গামাটি পৌরসভার জনপ্রতিনিধি নির্বাচন করবেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here