রাজধানী ঢাকা ও শিল্পনগরী টঙ্গীসহ সারা দেশ ভূমিকম্পে কেঁপে উঠল

0
60
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী রাজধানী ঢাকা ও শিল্পনগরী টঙ্গীসহ সারা দেশ। আবহাওয়া অফিস জানিয়েছে, নরসিংদীতে উপত্তি হওয়া কম্পনটির ঢাকায় মাত্রা ছিল ৫ দশমিক ৭। এতে রাজধানীর পুরান ঢাকার বংশালে বিল্ডিংয়ের রেলিং ভেঙে তিনজন মারা গেছেন বলে জানা গেছে।
শুক্রবার (২১ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বংশাল থানার ডিউটি অফিসার। তিনি জানিয়েছেন, বংশালের কসাইতলীতে পাঁচতলা ভবনের রেলিং ভেঙে পড়লে তিনজন পথচারী নিহত হন।
শুক্রবার সকালে ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটি বাংলাদেশ ও ভারত দুই দেশেই অনুভূত হয়েছে। ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে চারদিকে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here