রাজধানীতে গাড়ি চাপায় স্ত্রী নিহত ,স্বামী আহত : গাড়িসহ চালক আটক

0
206
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর শাহবাগ থানার আজিজ সুপার মার্কেটের সামনে গাড়ি চাপায় নুরুন নাহার (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত এবং তার স্বামী মো: আব্দুল হালিম আহত হয়েছে। পরে খবর পেয়ে রাতে স্থানীয় থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় ঘাতক গাড়ির চালককে আটকসহ গাড়িটি পুলিশ জব্দ করেছে।
শুক্রবার দিবাগত মধ্যরাতে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে সামনে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার (১ জুন) শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) চম্পক চক্রবর্তী আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও শাহবাগ থানা পুলিশ আজ জানান, শুক্রবার বিকালে দুই সন্তানের জননী নুরুন নাহার ও তার স্বামী আব্দুল হালিম পরিবারের জন্য ঈদের শপিং করতে বাসা থেকে বের হন। ঈদের শপিং শেষ করে তারা শুক্রবার দিবাগত মধ্যরাতের দিকে রাজধানীর নিউমার্কেট থেকে ভাটারার ভাড়া বাসার উদ্দেশে যাওয়ার পথে শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে দ্রæতগতিতে আসা কনস্ট্রাকশনের কাজে ব্যবহৃত সিমেন্টের মিক্সার গাড়ি তাদের বহনকারী মোটরসাইকেলে সজোরে এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান দুই সন্তানের জননী নুরুন নাহার।
পুলিশ জানান, নিহত নুরুন নাহার রাজধানীর ভাটারা থানার খন্দকার বাড়ির মোড় সোলমাইথ এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি কিশোরগঞ্জের তারাইল উপজেলার লাগপুর গ্রামে। পুলিশ ঘাতক ট্রাকের চালক সহ গাড়ি জব্দ করেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় রোড এক্রিডেন্ট আইনে শাহবাগ থানায় একটি মামলা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here