
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর মোহাম্মদপুরের বেরিবাঁধ এলাকায় ট্রাকচাপায় জাহিদ (৩৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় সংশ্লিস্ট থানা পুলিশ ঘাতক ট্রাকের চালককে আটক সহ ট্রাকটি জব্দ করেছে।
আজ রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
ডিএমপি মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লব চৌহান আজ রোববার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা দিয়ে বাইসাইকেল চালিয়ে রাস্তা দিয়ে যাচিছল জাহিদ। এসময় দ্রুতগতির একটি ট্রাক এসে জাহিদকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনার পর ঘাতক ট্রাকটি পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ ঘাতক ট্রাক চালক সহ ট্রাকটি জব্দ করেছে।
এসআই লব চৌহান আরও জানান, নিহত জাহিদ রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় বসবাস করতেন। তিনি একটি গ্যারেজে কাজ করতেন বলে জানতে পেরেছি। ধারণা করা হচ্ছে, বেরিবাঁধ এলাকায় কাজ শেষে বাইসাইকেল চালিয়ে ফেরার পথে তিনি এ দুর্ঘটনা শিকার হন। দুর্ঘটনার পর নিহতের মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় মোহাম্মদপুর থানায় রোড এক্রিডেন্ট আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।






