
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর মাতুয়াইলে ট্রাকের ধাক্কায় শ্যামলী পরিবহনের এক হেলপার নিহত হয়েছেন। তার নাম আব্দুল কুদ্দুস (৩৫)। সোমবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো: বাচ্চু মিয়া আজ ঘটনার সত্যতা নিশ্চিত করে
পুুলিশ ও শ্যামলী পরিবহনের সুপারভাইজার মনিরুজ্জামান জানান, আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর মাতুয়াইল মেডিক্যাল হাসপাতালের সামনে শ্যামলী পরিবহনের বাসটিকে পেছন থেকে দ্রæতগতিতে এসে ধাক্কা দেয় একটি ট্রাক। এসময় বাসের সামনের গøাস ভেঙে হেলপার আব্দুল কুদ্দুস বাইরে ছিটকে পড়ে যায়। পরে কুদ্দুসকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আজ সোমবার ভোর ৫টার দিকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো: বাচ্চু মিয়া আজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুদ্দুসের বাড়ি কুমিল্লার চান্দিনায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এঘটনায় সংশ্লিস্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
